২০৬০-এর দশকে ১.৭ বিলিয়ন জনসংখ্যার ভারত হবে শতাব্দীর সর্বাধিক জনবহুল দেশ
ভারতের জনসংখ্যা ২০৬০-এর দশকের মধ্যে প্রায় ১.৭০ বিলিয়নে পৌঁছাবে। তবে এরপর তা প্রায় ১২ শতাংশ হারে কমলেও এটিই থাকবে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ।
গত বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত 'ওয়ার্ল্ড পপুলেশন প্রসপ্যাক্ট ২০২৪'-এ এমন চিত্রই উঠে এসেছে। এছাড়াও রিপোর্ট অনুযায়ী আগামী ৫০-৬০ বছরে বিশ্বের জনসংখ্যা গড়ে বৃদ্ধি পেতে থাকবে।
জাতিসংঘের ইকোনমিক এন্ড সোশ্যাল এফেয়ারস ডিপার্টমেন্টের (ইউএন ডিইএসএ) প্রতিবেদনে বলা হয়, ২০৮০-এর দশকে বিশ্বের জনসংখ্যা ১০.৩ বিলিয়নে পৌঁছাবে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৮.২ বিলিয়ন। তবে এই শতাব্দীর শেষের দিকে ধীরে ধীরে জনসংখ্যা কমতে থাকবে।
চীনকে টপকে গতবছর ভারত বিশ্বের জনবহুল দেশের শীর্ষে উঠে এসেছে। বর্তমানে এর জনসংখ্যা ১.৪৫ বিলিয়ন। ২০৫৪ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ১.৬৯ বিলিয়নে পৌঁছাবে।
ইউএন ডিএসএ-এর প্রতিবেদনে বলা হয়, চীনের বর্তমান জনসংখ্যা ১.৪১ বিলিয়ন। ২০৫৪ সালের মধ্যে তা ১.২১ বিলিয়নে পৌঁছাবে। ২১০০ সালের মধ্যে তা ৬৩৩ মিলিয়ন কমবে।
রিপোর্টে বলা হয়, ২১০০ সালের মধ্যে চীনের জনসংখ্যা ব্যাপকভাবে কমবে। যা বর্তমান জনসংখ্যার অর্ধেকও হতে পারে। ফলে দেশটির তখনকার জনসংখ্যা ১৯৫০-এর দশকের শেষের দিকের মতো হতে পারে।
ইউএন ডিইএসএ-এর পপুলেশন ডিভিশনের ডিরেক্টর জন উইলমথ বলেন, "চীনের বর্তমান গড় জন্মহার এমন অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে দেশটিতে একজন নারী গড়ে একজন শিশুর জন্ম দেয়। তবে বর্তমান জনসংখ্যাকে ধরে রাখতে হলেও অভিবাসন বাদেও দেশটির নারীদের গড়ে ২.১ জন শিশুর জন্ম দিতে হবে।"
অনুবাদ: মোঃ রাফিজ খান