১২.৫ বিলিয়ন ডলার জালিয়াতি মামলায় ভিয়েতনামের ধনকুবের ট্রুং মাই ল্যানের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক

রয়টার্স
11 April, 2024, 10:30 pm
Last modified: 25 April, 2024, 08:43 pm
ভিয়েতনামের ব্যবসাকেন্দ্র হো চি মিন সিটিতে বিচার শেষে রিয়েল এস্টেট ডেভেলপার ভ্যান থিন ফাট হোল্ডিংস গ্রুপের চেয়ারম্যান ল্যানকে অর্থ আত্মসাৎ, ঘুষ ও ব্যাংকিং নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ভিয়েতনামের একটি আদালত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ৩০৪ ট্রিলিয়ন ডং (১২.৫ বিলিয়ন ডলার) আর্থিক জালিয়াতির দায়ে রিয়েল এস্টেট টাইকুন ট্রুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

ভিয়েতনামের ব্যবসাকেন্দ্র হো চি মিন সিটিতে বিচার শেষে রিয়েল এস্টেট ডেভেলপার ভ্যান থিন ফাট হোল্ডিংস গ্রুপের চেয়ারম্যান ল্যানকে অর্থ আত্মসাৎ, ঘুষ ও ব্যাংকিং নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দেশটির কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল নগুয়েন ফু ট্রংয়ের নেতৃত্বে 'ব্লেজিং ফার্নেস দুর্নীতি'- বিরোধী প্রচারণার এ পর্যন্ত সবচেয়ে নাটকীয় অধ্যায় ছিল এই বিচার।

নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের এক সদস্য রয়টার্সকে বলেন, 'আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।'

রায় ঘোষণার আগেও তিনি বলেছিলেন, 'ল্যান এই সাজার বিরুদ্ধে আপিল করবেন।'

ল্যানের আইনজীবী নগুয়েন হুই থিয়েপ রয়টার্সকে বলেছেন, 'অর্থ আত্মসাৎ ও ঘুষ নেওয়ার অভিযোগে লান নিজেকে নির্দোষ দাবি করেছেন।'

তিনি বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ঘুষ ও ব্যাংকিং আইন লঙ্ঘনের দুটি অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'অবশ্যই তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।'

থান নিয়েন সংবাদমাধ্যম জানিয়েছে, এই মামলায় ৮৪ জন আসামিকে তিন বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদের মধ্যে ল্যানের স্বামী এরিক চু'কে ৯ বছরের এবং তার ভাতিজি যাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পারফিউম ব্যবসায়ী থেকে ডেভেলপার ব্যবসায়ী

হো চি মিন সিটির প্রাণকেন্দ্রের বাজারে প্রসাধনী ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন ল্যান। সেসময় মূলত তার মাকে সাহায্য করতেন বলে বিচারকদের জানান তিনি।

পরে তিনি ১৯৯২ সালে তার রিয়েল এস্টেট কোম্পানি ভ্যান থিন ফ্যাট প্রতিষ্ঠা করেন, একই বছর তিনি এরিক চু'কে বিয়ে করেন।

তদন্তকারীদের তথ্যমতে, সাইগন জয়েন্ট স্টক কমার্শিয়াল ব্যাংক (এসসিবি) থেকে ৩০৪ ট্রিলিয়নেরও বেশি ডং পাচারের জন্য তার সহযোগীরা তাকে দোষরোপ করেছে। তার উদ্দেশ্য ছিল তার জন্য কাজ করা কয়েক ডজন প্রক্সির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা।

দেশটির আইন অনুযায়ী, কোনো ব্যাংকে কারো পাঁচ শতাংশের বেশি শেয়ার থাকলে তাকে নিষিদ্ধ করা হয়।

আইনজীবীরা জানান, অনেকগুলো শেল কোম্পানি ও তার প্রক্সিদের মাধ্যমে ট্রুং সাইগন কমার্শিয়ালের ৯০ শতাংশেরও বেশি শেয়ারের মালিক হয়েছিলেন।

এছাড়া, ক্ষমতার অপব্যবহার করে তিনি তার মনোনীত লোকদের ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন। এরপর তার নিয়ন্ত্রিত শেল কোম্পানিগুলোকে শত শত ঋণ অনুমোদন করার ব্যবস্থা করতেন।

রাষ্ট্রীয় সংবাদপত্র ভিএনএক্সপ্রেস জুরিকে উদ্ধৃত করে বলেছে, 'বিবাদীরা শুধু ব্যক্তি ও সংস্থার সম্পত্তি পরিচালনার অধিকারই লঙ্ঘন করেনি, এসসিবিকেও তদন্তের আওতায় এনেছে। এতে পার্টি ও রাষ্ট্রের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা হ্রাস করেছে।'

'ব্লেজিং ফার্নেস' নামে অভিহিত ভিয়েতনামের দুর্নীতি দমন অভিযানে শত শত জ্যেষ্ঠ রাষ্ট্রীয় কর্মকর্তা ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিচার করা হয়েছে অথবা পদত্যাগে বাধ্য করা হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অন্যান্য সংস্থার সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটিতে দুর্নীতি এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে, কয়েকটি প্রদেশের বহু মানুষ জানিয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতেও তাদের ঘুষ দিতে হয়।

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.