বাইডেনের বিমান থেকে সাংবাদিকদের চুরি: উধাও বালিশের কভার, চশমা এবং সোনার রিমযুক্ত প্লেট

আন্তর্জাতিক

বিবিসি
01 April, 2024, 03:15 pm
Last modified: 01 April, 2024, 03:17 pm
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে স্যুভেনির চুরির অভিযোগ এসেছে সাংবাদিকদের বিরুদ্ধে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে স্যুভেনির চুরি বন্ধ করতে বলা হয়েছে সাংবাদিকদের।

ফেব্রুয়ারিতে বাইডেনের মার্কিন পশ্চিম উপকূলে সফরের পরে এয়ার ফোর্স ওয়ানে একটি 'ইনভেন্টরি চেক' থেকে দেখা গেছে, তার প্রেস বিভাগ থেকে বেশ কয়েকটি জিনিস অনুপস্থিত ছিল।

ব্র্যান্ডের বালিশের কভার, চশমা এবং সোনার রিমযুক্ত প্লেটগুলো জেট থেকে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে, বিমান থেকে জিনিসপত্র নেওয়া নিষিদ্ধ।

গত মাস অ্যাসোসিয়েশন সাংবাদিকদের কাছে একটি ই-মেইল পাঠিয়ে বলেছিল, এই ধরনের আচরণ সাংবাদিকদের মাঝে খারাপভাবে প্রতিফলিত হয়। যেসব সাংবাদিক প্রেসিডেন্টের সাথে ভ্রমণ করে তাদের অবশ্য এটা থেকে বিরত থাকতে হবে।

সাংবাদিকদের মাঝে মাঝে স্যুভেনির হিসেবে প্রেসিডেন্টের সিল দিয়ে সজ্জিত এমএন্ডএমএস চকোলেটের ছোট প্যাকেজ দেওয়া হয়।

কিন্তু এয়ার ফোর্স ওয়ান লোগো থাকা ছুরি-চামচ এবং তোয়ালে সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনা বছরের পর বছর ধরে চলে আসছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে৷

ভয়েস অব আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা মিশা কোমাদভস্কি প্রেসিডেন্টের বিমানে করে ভ্রমণের সময় বিভিন্ন জিনিস দিয়ে একটি সংগ্রহ বানিয়েছেন।

তিনি বিবিসি নিউজকে বলেন, "আমি কাউকে বিব্রত করিনি বা এই সংগ্রহটি বানানোর জন্য কোন অন্যায় করিনি।"

কোমাডোভস্কির বাইডেনের স্বাক্ষর সহ প্রেসিডেন্টের সিল দিয়ে সজ্জিত এমএন্ডএমএস এর একটি বাক্স রয়েছে।

এয়ার ফোর্স ওয়ানকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের "আকাশে অফিস" বলে অভিহিত করা হয়। এটি ৪ হাজার বর্গফুটের তিনটি স্তর নিয়ে বানানো হয়েছে।

এর আকর্ষণীয় সুবিধাগুলোর মধ্যে রয়েছে— প্রেসিডেন্টের জন্য একটি বিশাল কক্ষ, অপারেটিং টেবিল সহ একটি মেডিকেল স্টেশন, একটি কনফারেন্স ও ডাইনিং রুম, দুটো খাবার তৈরির কক্ষ যাতে একসাথে একশ মানুষ খেতে পারেন এবং প্রেস, ভিআইপি, নিরাপত্তা এবং সচিবদের জন্য নির্ধারিত এলাকা।

এর উন্নত অ্যাভিওনিক্স (বিমানে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি) এবং প্রতিরক্ষা ব্যস্থার জন্য এটিকে একটি সামরিক বিমান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এটি বিমানটিকে যেকোনো আক্রমণ থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।

এটিকে মাঝ আকাশে জ্বালানি ভরতে সক্ষম। এর ফলে এটি সীমাহীন সময়ের জন্য উড়তে পারে যা জরুরি পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এয়ার ফোর্স ওয়ান নিরাপদ যোগাযোগ সরঞ্জাম দিয়ে সজ্জিত যা জন্য বিমানটিকে একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা যায়। এতে ৮৫টি অনবোর্ড টেলিফোন, রেডিও এবং কম্পিউটার সংযোগ রয়েছে।

বিমানটিতে প্রেসিডেন্ট সামনের দিকে বসেন এবং সাংবাদিকদের জন্য পেছনের দিকে বসার ব্যবস্থা আছে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.