‘ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার’ জিতল চীনের বোর্ডিং স্কুল
চলতি বছর 'ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার' পুরস্কার জিতেছে চীনের ঝেজিয়াং প্রদেশের একটি বোর্ডিং স্কুল। মূলত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নির্মল পরিবেশে অবসর সময় কাটানোর কথা মাথায় রেখে স্কুলটি পুরস্কারপ্রাপ্ত ভবনটি তৈরি করেছে।
দেশটির নিংবো শহরে অবস্থিত ঐ স্কুলটির নাম হুইজেন হাই স্কুল। গতকাল (শুক্রবার) সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিবল' এ পুরস্কারটি ঘোষণা করা হয়।
স্কুল ভবনটিতে রয়েছে রুফটপ পার্ক, ট্রি-হাউজ, এলিভেটেড ওয়াকওয়ে ইত্যাদি। এটি যৌথভাবে ডিজাইন করেছে দেশটির বিখ্যাত এপ্রোচ ডিজাইন স্টুডিও ও ঝেইঝাং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং গ্রুপ।
ভবনটিতে রয়েছে ওপেন এয়ার লেকচার হল ও গাছ দিয়ে ঘেরা সারিবদ্ধ পথ। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে ৩০ টি কক্ষ।
ভবনটি সম্পর্কে এপ্রোচ ডিজাইন স্টুডিওর পক্ষ থেকে বলা হয়, শিক্ষাদানে দক্ষতাকে অগ্রাধিকার দিতে একটি স্কুলের ক্যাম্পাসেরই উচিত মুক্ত চিন্তাভাবনাকে অনুপ্রাণিত করা। সেটি চিন্তা করেই এই ভবনটিকে তৈরি করা হয়েছে। যাতে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীরা চাপমুক্ত থেকে শরীর ও মনের সামঞ্জস্য রক্ষা করতে পারে। একইসাথে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারে।
বিখ্যাত 'ওয়ার্ল্ড বিল্ডিং অফ দ্য ইয়ার' পুরস্কারটি স্থাপত্য জগতের অন্যতম সেরা পুরস্কার হিসেবে বিবেচিত। ১৪০ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল এটির সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে ভবনটি স্কুলের প্রথাগত ডিজাইনের নিয়মগুলির বাইরে এসে তৈরি করায় বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।
পুরস্কারটি ঘোষণার সময় ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিবলের প্রোগ্রাম ডিরেক্টর পল ফিঞ্চ বলেন, "স্থপতিরা এমন একটি স্কুল তৈরি করেছে যা স্বাভাবিক মডেলের থেকে একেবারেই আলাদা। কেননা প্রথাগত স্কুলগুলোতে শিক্ষার্থীরা অনেকটা বাক্সে বন্দী থাকে। তারা পড়ালেখার ও দালানের চাপা পড়ে থাকে।"
অন্যদিকে পল ফিঞ্চ মনে করেন, পুরস্কারপ্রাপ্ত স্কুল ভবনটি শিক্ষার্থীদের মুক্ত পরিবেশ প্রদান করতে পারবে। একইসাথে নির্মল বাতাসে হাঁটতে এবং একাডেমিক চাপমুক্ত থাকতে সাহায্য করবে।
মোট ২৫০ টি প্রজেক্টের মধ্যে থেকে স্কুলটিকে সেরা ভবনের পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এই তালিকায় ছিল নিউওয়ার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল এ, মেলবোর্নে থাকা হলোকাস্ট মিউজিয়াম এবং কম্বোডিয়া ও সেনেগালের দুইটি জাতীয় স্টেডিয়ামের মতো স্থাপনা।
বিল্ডিংগুলো মূলত ১৮ টি ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। এরপর সব ক্যাটাগরির মধ্যে থেকে সেরা ভবনটি নির্ধারণ করা হয়েছে।
হুইজেন হাই স্কুল মূলত স্কুল ক্যাটাগরিতে তালিকায় জায়গা করে নিয়েছিল। এছাড়াও তালিকায় ছিল ভারতের ৭ দশমিক ১ মিলিয়ন বর্গফুটের সুরাট ডায়মন্ড বোর্সের মতো স্থাপনা। যেটি পেন্টাগনের রেকর্ড ভেঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অফিসের রেকর্ড গড়েছে।