গাজার আল-শিফা হাসপাতালের পরিচালককে আটক করেছে ইসরায়েলি বাহিনী
গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফার পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া সহ আরও কয়েকজন চিকিৎসাকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, "ডক্টর মোহাম্মদ আবু সালমিয়াসহ আরও কয়েকজন সিনিয়র চিকিৎসককে আটক করা হয়েছে।"
ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটিও আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি বাহিনীর অভিযোগ, তাদের অভিযান চালানোর আগে গাজার সবচেয়ে বড় এ হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করেছিল। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।
কিছুদিন আগেই আল-শিফা কমপ্লেক্স ঘেরাও করে ইসরায়েলি বাহিনী। এরপর হাসপাতালের ভেতরে চালায় অভিযান। অভিযান চালানো হয়েছে প্রসূতি ওয়ার্ডেও।
হাসপাতালের একটি ভবন থেকে আরেক ভবনেও কাউকে যেতে দেওয়া হয়নি। কেউ এর চেষ্টা করলে ইসরায়েলি স্নাইপারদের আক্রমণের শিকার হতে হয়েছে তাকে।
আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে ইসরায়েলের এ কর্মকাণ্ড।
আল-শিফাকে গাজা সরকারের প্রশাসনিক সংস্থাগুলোর স্নায়বিক কেন্দ্র হিসেবে দেখা হয়।
চারপাশে মৃতদেহ রেখেই সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া সরকারের মিডিয়া মন্ত্রণালয় হাসপাতালের বাইরে কাজ করেছে।