শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যাচেষ্টার পরিকল্পনা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র, ভারতকে সতর্কতা – এফটি

আন্তর্জাতিক

রয়টার্স
22 November, 2023, 05:35 pm
Last modified: 22 November, 2023, 06:04 pm
এ ঘটনায় নয়া দিল্লি জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ভারতকে সতর্ক করে দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যাচেষ্টার পরিকল্পনা ঠেকিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এ ঘটনায় নয়া দিল্লি জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ভারতকে সতর্ক করে দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসও কোনো সাড়া দেয়নি।

এফটি জানায়, ভারতের কাছে প্রতিবাদ জানানোর কারণে হত্যা পরিকল্পনাকারীরা তাদের পরিকল্পনা বাতিল করেছে না যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অভ ইনভেস্টিগেশন (এফবিআই) হত্যার পরিকল্পনা পণ্ড করেছে তা তাদের সূত্র জানায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্রে সফর শেষ হওয়ার পর ভারতের কাছে প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র।

কানাডার ভ্যাঙ্কুভারে গত জুনে শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার 'বিশ্বাসযোগ্য' প্রমাণ আছে — কানাডার এমন অভিযোগের দু মাস পর এমন খবর প্রকাশিত হলো।

তখন ভারত কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ভারতকে কূটনৈতিকভাবে সতর্ক করে দেওয়ার পাশাপাশি মার্কিন ফেডারেল প্রসিকিউটরেরা অন্তত একজন সন্দেহভাজনের বিরুদ্ধে নিউ ইয়র্কের একটি ডিস্ট্রিক্ট আদালতে সিলমারা একটি অভিযোগপত্র দিয়েছেন বলে জানায় এফটি

ওই অভিযোগপত্রে ব্যর্থ ওই হত্যাচেষ্টার লক্ষ্য হিসেবে জনৈক গুরপতভান্ত সিং পন্নুনের নাম উল্লেখ করা হয়। পন্নুনও নিজ্জরের মতো আলাদা শিখ রাষ্ট্র খালিস্তানে বিশ্বাসী।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.