রোবটের হাতে প্রাণ গেল কর্মীর

দক্ষিণ কোরিয়ায় রোবটের সেন্সর পরীক্ষা করতে গিয়ে সে রোবটের হাতেই প্রাণ হারিয়েছেন এক কর্মী। স্থানীয় সময় গত বুধবার (৮ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়। খবর বিবিসির।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, নিহত ব্যক্তি (৪০) একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তিনি রোবটটির সেন্সর পরীক্ষা করছিলেন।
সেন্সর পরীক্ষা করার সময় খাদ্যপণ্যের বাক্স ভেবে রোবটটি কনভেয়ার বেল্টের ওপর ওই কর্মীকে চেপে ধরে। এতে মুখে ও বুকে গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
গোলমরিচভর্তি বাক্স তুলে কনভেয়ার বেল্টের ওপর রাখা এবং সেগুলো বহনের কাজে ব্যবহৃত হতো রোবটটি। যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের পার্থক্য ধরতে পারেনি।
ইয়োনহাপের তথ্যমতে, সাউথ গিয়ংসাং প্রদেশের মরিচ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে গত বুধবার রোবটটি পরীক্ষামূলকভাবে চালু করার কথা ছিল। সেজন্য ওই কর্মী রোবটটির সেন্সর কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। গত সোমবার টেস্ট রান হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি পিছিয়ে যায়।
এ ঘটনার পর এক বিবৃতিতে মরিচ প্রক্রিয়াজাতকারী ওই প্রতিষ্ঠানটি নিরাপদ এবং সূক্ষ্ম ব্যবস্থা স্থাপনের আহ্বান জানিয়েছে।
এর আগে, গত মার্চে দক্ষিণ কোরিয়ায় একটি অটোমোবাইল যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটে আটকা পড়ে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি আহত হয়েছিলেন।