ফুরোচ্ছে চিকিৎসাসামগ্রী: গাজায় ক্ষতস্থানে ভিনেগার ব্যবহার করছেন চিকিৎসকেরা
গাজার হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রীর সরবরাহ শেষ হয়ে আসছে। চিকিৎসকেরা বাধ্য হয়ে বিকল্প উপায়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
সার্জন ঘাসান আবু সিত্তা বলেন, তিনি হাসপাতালের পাশের দোকান থেকে ভিনেগার কিনে এনে ক্ষতস্থান পরিষ্কার করছেন যাতে সংক্রমণ না ছড়ায়।
'পরিস্থিতি এখন এ অবস্থায় এসে পৌঁছেছে,' সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন তিনি।
স্বাস্থ্য অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোটিয়ার লালেং মফোকেং বলেন, 'গাজার স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।'
'গাজার চিকিৎসা অবকাঠামোয় অপূরণীয় ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবাদাতারা শোচনীয় পরিস্থিতিতে সীমিত চিকিৎসা সরবরাহ নিয়ে কাজ করছেন,' তিনি আরও বলেন।
হামাস-ইসরায়েল যুদ্ধ বর্তমানে ১৩ দিনে গড়িয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাফাহ'র কাছে ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।