গাজায় ইসরায়েলের স্থল অভিযান ‘মোটেও গ্রহণযোগ্য’ হবে না: পুতিন
মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে, এটাও বলেছেন যে, গাজায় ইসরায়েল স্থল অভিযানে গেলে অনেক বেসামরিক মানুষ হতাহত হতে পারে, যা হবে 'একেবারেই অগ্রহণযোগ্য'।
শুক্রবার গাজা সিটির ১০ লাখের বেশি বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুল সংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা। গাজায় প্রচণ্ড অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা।
এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সম্মেলনে এসব কথা বলেন পুতিন।
পুতিন বলেন, 'ইসরায়েল নজিরবিহীন এক নিষ্ঠুর হামলার শিকার হয়েছিল, এবং অবশ্যই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।' কিন্তু, এই রক্তপাত বন্ধ হতে হবে, স্থল অভিযান চালালে 'সকল পক্ষকেই তার ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।'
তিনি বলেন, 'বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখন প্রধান উদ্দেশ্য হওয়া উচিত রক্তপাত বন্ধ করা।'
পুতিন বলেন, 'রাশিয়া গঠনমূলকভাবে সব পক্ষের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত।' ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত বন্ধে দুই রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হানাহানির অবসান করতে পারবে।