হামলার তিন দিন আগেই ইসরায়েলকে সতর্ক করেছে মিশর!
সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলে ঢুকে এবং হাজার হাজার রকেট ছুড়ে হামাসের হামলার তিন দিন আগেই এমন কিছুর বিষয়ে তেল আবিবকে সতর্ক করেছিল মিশর। খবর বিবিসির।
মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান মিশেল এই সতর্কতার কথা জানান।
যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্কতার খবরকে ভুয়া বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলের ৭৫ বছরের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা ছিল এটি৷ হামাসের এমন কৌশলী হামলা ঠেকাতে না পারায় সমালোচনার মুখে পড়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গোয়েন্দা ব্রিফিংয়ে ম্যাককল সাংবাদিকদের জানান, আমরা জানতে পেরেছি ঘটনার তিন দিন আগেই মিশর এমন কিছু বিষয়ে সতর্ক করেছে।
তিনি আরো বলেন, আমি বেশি গভীরে যেতে চাই না৷ তবে সতর্ক করা হয়েছিল। তাই গোয়েন্দা ব্যর্থতার প্রশ্নটি এতটাই গুরুতর।
বার্তা সংস্থা এপিকে এক মিশরীয় গোয়েন্দা কর্মকর্তা জানান, গাজা থেকে 'বড় কিছুর' পরিকল্পনা করা হচ্ছে, এ বিষয়ে কয়েকবার ইসরায়েলকে সতর্ক করা হয়েছিল।
তিনি বলেন, তারা গাজা থেকে আসা সম্ভাব্য হুমকিকে পাত্তা দেয়নি, বরং পশ্চিম তীরে মনোনিবেশ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, আমরা জানিয়েছি, কয়েক ধরনের হামলার আশঙ্কা আছে। আর এটা হবে বড় কিছু৷ কিন্তু তারা হুমকিকে গুরুত্বের সাথে নেয়নি।
বিষয়টি সঙ্গে পরিচিত দুই কর্মকর্তা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে জানান, সতর্ক করা হলেও হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য ছিল না৷
বুধবার নেতানিয়াহু এই হামলার আগাম সতর্কতার বিষয়ে বলেন, এই খবর সম্পূর্ণ ভুয়া।
এর আগে ইসরায়েল-হামাস দ্বন্দ্বে মধ্যস্ততা করেছে মিশর। ৭ অক্টোবর ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ওয়াল ভেঙে প্রায় ১,৫০০ হামাস সদস্য ঢুকে পড়ে দক্ষিণ ইসরায়েলে।
স্থল, নৌ ও আকাশপথে হামাসের হামলায় এখন পর্যন্ত ১,২০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় ১,০০০ ফিলিস্তিনি মারা গেছেন৷