ইসরায়েলের বোমাবর্ষণে গাজার পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’: ইউএনআরডব্লিউএ

ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের ফলে গাজার হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে। একইসাথে তারা খাদ্য ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমন পরিস্থিতিকে জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) 'অত্যন্ত উদ্বেগজনক' বলে অভিহিত করেছেন।
আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে ইউএনআরডব্লিউএ এর মুখপাত্র তামারা আল-রিফাই জানান, সর্বশেষ সংঘাতের কারণে গাজায় তাদের ১৪ টি ত্রাণ বিতরণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একইসাথে অঞ্চলটিতে অবস্থিত সংস্থাটির হেডকোয়ার্টার আশেপাশে বোমাবর্ষণের ফলে 'অনেকাংশে ক্ষতিগ্রস্ত' হয়েছে।
সবমিলিয়ে গাজায় ইউএনআরডব্লিউএ এর মোট ১৮ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সম্পর্কে মুখপাত্র রিফাই বলেন, "সাধারণ নাগরিকদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর অবস্থা। আমাদের জন্যও এটি অত্যন্ত উদ্বেগের কারণ। কেননা নাগরিকেরা আমাদের মৌলিক পরিষেবাগুলি পাচ্ছে না।"
গত শনিবার সকালে গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালায় হামাস। এ আক্রমণে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে বলে জানিয়েছে হামাস।
হামাসের আক্রমণে অন্তত ৮০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই হাজারের বেশি ইসরায়েলি।
এই হামলা সম্পর্কে হামাসের উপ-প্রধান সালেহ আল-আরোরি জানান, তাদের এ লড়াইয়ের উদ্দেশ্য স্বাধীনতা অর্জন। বিজয়, মুক্তি ও স্বাধীনতা না আসা পর্যন্ত হামাস লড়াই চালিয়ে যাবে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে আল-আরোরি বলেন, "এটা কোনো (চোরাগোপ্তা) অপারেশন নয়। আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছি। আমার লড়াই চালিয়ে যেতে এবং লড়াইয়ের পরিধি বাড়াতে চাই। আমাদের প্রধান লক্ষ্য একটা: আমাদের স্বাধীনতা এবং আমাদের পবিত্র স্থানগুলোর স্বাধীনতা।"
অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। এছাড়া কয়েক ডজন আহত ফিলিস্তিনির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আল জাজিরা। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
হামাসের আকস্মিক হামলার পর জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে হামাসকে 'নজিরবিহীন মূল্য' চুকাতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, "ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি (উই আর অ্যাট ওয়ার)। ...আজ সকালে ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে খুনে হামলা চালিয়েছে হামাস।"
হামাসের হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রচার করা হয়। তিনি বলেন, "পাশাপাশি আমি সর্বোচ্চ সংখ্যায় রিজার্ভ সেনাদের সমবেত করার নির্দেশ দিয়েছি। যাতে এমন বড় ও তীব্র পাল্টা হামলা চালানো যায়, শত্রুপক্ষ আগে কখনোই যেমন হামলার সম্মুখীন হয়নি।"
বর্তমানে ইসরায়েল গাজায় একের পর এক বিমান হামলা করছে। ইউএনআরডব্লিওএ এর পরিসংখ্যান মতে, বাস্তুচ্যুত কমপক্ষে প্রায় ১ লাখ ৩৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় খুঁজছেন।