‘উই আর অ্যাট ওয়ার’: হামাসের হামলার পর নেতানিয়াহু

হামাসের হামলার শিকার হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা 'যুদ্ধের মধ্যে আছেন'। তাছাড়া এ হামলার জন্য হামাসকে 'নজিরবিহীন মূল্য'ও চুকাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলা শুরুর জনগণের উদ্দেশে দেওয়া বিবৃতিতে এ কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, 'ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি (উই আর অ্যাট ওয়ার)। ...আজ সকালে ইসরায়েল রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে খুনে হামলা চালিয়েছে হামাস।'
হামাসের হামলার কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুর এই ভিডিও বার্তা প্রচার করা হয়।
এ হামলায় অন্তত ২২ জন ইসরায়েলি নিহত হয়েছে। আর কমপক্ষে ৫০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
'পাশাপাশি আমি সর্বোচ্চ সংখ্যায় রিজার্ভ সেনাদের সমবেত করার নির্দেশ দিয়েছি, যাতে এমন বড় ও তীব্র পাল্টা হামলা চালানো যায়, শত্রুপক্ষ আগে কখনোই যেমন হামলার সম্মুখীন হয়নি,' নেতানিয়াহু বলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, 'সেনাবাহিনী, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি জনগণকে।'
ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও বলেন, তিনি হামাসের যোদ্ধাদের প্রতিহত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে হামাস। তিনিও এ যুদ্ধে ইসরায়েল জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজ শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়েছে। হামাস বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে তারা রকেটগুলো ছুড়েছে। এ অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে হামাস।