দক্ষিণপশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ৫২
পাকিস্তানের বেলুচিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ও পুলিশ এই তথ্য জানিয়েছে।
আগামী জানুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে বেলুচিস্তানে অস্থিরতার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
পুলিশের উপ-মহাপরিদর্শক মুনির আহমেদ রয়টার্সকে জানান, 'পুলিশের একটি গাড়ির পাশে এই বিস্ফোরণ হয়।' পাশেই একটি মসজিদ প্রাঙ্গনে মানুষজন মুহম্মদ (দ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন।
হতাহতদের নিকটবর্তী মাস্তুং শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এই বিস্ফোরণকে 'খুবই জঘন্য কাজ' বলে মন্তব্য করেছেন।
এর আগে জুলাই মাসে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ধর্মীয় রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়।