মডার্না ও ফাইজারের আনা টিকা কোভিডের নতুন ভ্যারিয়েন্টে যথেষ্ট কার্যকর

আন্তর্জাতিক

রয়টার্স
07 September, 2023, 12:10 pm
Last modified: 07 September, 2023, 03:00 pm
বুধবার মডার্না জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, তাদের এই নতুন টিকা বিএ.২.৮৬ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মানুষের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতাকে ৮.৭ গুণ বেশি শক্তিশালী করে তুলতে সক্ষম।

ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানি মডার্না এবং তাদের প্রতিদ্বন্দ্বী ফাইজার জানিয়েছে, তাদের তৈরি নতুন টিকা করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬ এর বিরুদ্ধে শক্তিশালী কার্যকারিতা দেখিয়েছে। সম্প্রতি কোভিডের এই নতুন ভ্যারিয়েন্টটি আবারও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

বুধবার মডার্না জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তাদের এই টিকা বিএ.২.৮৬ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মানুষের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতাকে ৮.৭ গুণ বেশি শক্তিশালী করে তুলতে সক্ষম। বর্তমানে কোভিডের এই ভ্যারিয়ান্টটি পর্যবেক্ষণে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

মডার্নার সংক্রামক রোগ বিভাগের প্রধান জ্যাকুলিন মিলার এক সাক্ষাৎকারে বলেন, "আমরা মনে করি, শরৎকালে যারা করোনা টিকার বুস্টার নেওয়ার পরিকল্পনা করছিলেন, তারা এমন একটা খবরই শুনতে চাইছিলেন।" এছাড়াও, এই তথ্য নিয়ন্ত্রকদের আশ্বস্ত করতেও সহায়ক হবে বলে যোগ করেন তিনি।

এদিকে ফাইজার জানিয়েছে, বায়োএনটেকের সঙ্গে মিলে তাদের তৈরি আপডেটেড টিকা প্রিক্লিনিক্যাল গবেষণায় ইঁদুরের ওপর প্রয়োগ করা হলে বিএ.২.৮৬ এর বিরুদ্ধে শক্তিশালী ভাইরাস-প্রতিরোধী সাড়া দিয়েছে।

কোভিড টিকার বাজারে মডার্না, ফাইজার/বায়োএনটেক এবং অপেক্ষাকৃতভাবে নতুন কোম্পানি নোভাভ্যাক্স করোনার এক্সবিবি.১.৫ সাব-ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরি করেছে। ২০২৩ সালের অধিকাংশ সময়জুড়ে করোনার এই ভ্যারিয়েন্টটি প্রভাব বিস্তার করেছে। এবারের শরতে এই টিকাগুলো বাজারে ছাড়া হবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে সিডিসি আভাস দিয়েছিল, যাদের আগে করোনা হয়েছে কিংবা আগের কিছু টিকা নিয়েছে, তাদের বিএ.২.৮৬ ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণের সম্ভাবনা বেশি। এক্সবিবি.১.৫  ভ্যারিয়েন্ট থেকে ৩৫ বারেরও বেশি অভিযোজনের (মিউটেশন) পর উদ্ভুত হয়েছে ওমিক্রনের একটি ভ্যারিয়েন্ট বিএ.২.৮৬।

মডার্না জানায়, নতুন আবিষ্কার ও তথ্যগুলো তারা নিয়ন্ত্রকদের জানিয়েছে এবং পিয়ার রিভিউ পাবলিকেশনের জন্য জমা দিয়েছে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখনও এটির অনুমোদন দেয়নি, তবে এই মাসের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গত মাসে মডার্না এবং ফাইজার, দুটি প্রতিষ্ঠানই জানিয়েছিল যে, প্রাথমিক পরীক্ষায় তাদের নতুন টিকা ওমিক্রনের আরও একটি সাব-ভ্যারিয়েন্ট ইজি.৫ এর বিরুদ্ধে কার্যকরী বলে প্রতীয়মান হয়েছে।

এরপর থেকে ইউরোপিয়ান নিয়ন্ত্রকেরা ফাইজার/বায়োএনটেক এর টিকাকেই সমর্থন করেছেন। ব্রিটেনের ঔষধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা গত মঙ্গলবার তাদের টিকার অনুমোদনও দেয়; তবে মডার্নার নতুন টিকা সম্পর্কে এখনও কোনো ঘোষণা আসেনি তাদের কাছ থেকে।

বিএ.২.৮৬ ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডব্লিউএইচও'র এক কর্মকর্তা।

যদিও করোনার এই ভ্যারিয়েন্টটি পর্যবেক্ষণে রাখা জরুরি, তবে একাধিক বিশেষজ্ঞ রয়টার্সকে বলেছেন, যেহেতু বিশ্বব্যাপী গণহারে টিকাদান কর্মসূচি চলেছে এবং আগেই অনেকে সংক্রমণের শিকার হয়েছেন, তাই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা কম।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.