চিপ প্রস্তুতের ধাতু রপ্তানিতে বিধিনিষেধ ‘কেবল শুরুমাত্র’- মার্কিন অর্থমন্ত্রীর সফরের আগে হুঁশিয়ারি বেইজিংয়ের

আন্তর্জাতিক

রয়টার্স ও আল জাজিরা
05 July, 2023, 07:00 pm
Last modified: 05 July, 2023, 09:48 pm
চীন আগামী ১ আগস্ট থেকে রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করবে। আকস্মিক এই ঘোষণার ফলে বিশ্বের বিভিন্ন কোম্পানি ধাতু দুটির পর্যাপ্ত সরবরাহ পেতে এখনই উঠেপড়ে লেগেছে। এসবের দামও তাতে অনেকটাই বেড়েছে।
সেমিকন্ডাক্টর চিপস যুক্ত একটি সার্কিট বোর্ডের ওপর যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। প্রতীকী ছবি: ফ্লোরেন্স লো/ রয়টার্স ফাইল ফোটো

কম্পিউটার চিপ বা সেমিকন্ডাক্টর প্রস্তুতে অত্যাবশ্যক ধাতু রপ্তানিতে সম্প্রতি কিছু নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ দিয়েছে চীন। তবে এই পদক্ষেপ 'কেবল শুরুমাত্র' বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের একজন বাণিজ্য নীতি উপদেষ্টা। এর মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের নির্ধারিত সফরের একদিন আগেই প্রযুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে লড়াইকে নতুন মাত্রা দিল বেইজিং।

গত রোববার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬-৯ জুলাই বেইজিংয়ে তিনদিনের আনুষ্ঠানিক সফরে যাবেন ইয়েলেন। পরে সোমবার সকালে তার সফরের বিষয়টি চীনের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও নিশ্চিত করা হয়।

চীন গ্যালিয়াম ও জার্মেনিয়ামের মতো বিরল ধাতু রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে এসব ধাতু বিক্রির রাজস্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সেই সুবাদে বুধবার চীনের পুঁজিবাজারগুলোয় দ্বিতীয় সেশনের লেনদেনেও বেড়েছে চীনের কিছু ধাতু কোম্পানির শেয়ারদর। 

কম্পিউটার চিপ থেকে শুরু করে নাইট ভিশন, স্যাটেলাইট ইমেজারি সেন্সরের মতোন সামরিক বাহিনীর অনেক সরঞ্জাম তৈরিতে দরকার হয় জার্মেনিয়াম। অন্যদিকে, রাডার, রেডিও যোগাযোগ উপকরণ, স্যাটেলাইট ও এলইডি প্রস্তুতে অপরিহার্য উপাদান গ্যালিয়াম। বৈদ্যুতিক গাড়ি ও ফাইবার অপটিক কেবল তৈরিতেও ধাতু দুটি ব্যবহৃত হয়।

চীন আগামী ১ আগস্ট থেকে রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করবে। আকস্মিক এই ঘোষণার ফলে বিশ্বের বিভিন্ন কোম্পানি ধাতু দুটির পর্যাপ্ত সরবরাহ পেতে এখনই উঠেপড়ে লেগেছে। এসবের দামও তাতে অনেকটাই বেড়েছে।   

এই প্রেক্ষাপটে বুধবার চীনের সাবেক উপ-বাণিজ্যমন্ত্রী ওয়েই জিয়ানগু চীনা সংবাদপত্র চায়না ডেইলিকে বলেন, চীনের ওপর আরও চাপ প্রয়োগ অব্যাহত রাখলে, কিছু দেশকে আরও বিধিনিষেধের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি রপ্তানি নিয়ন্ত্রণকে একটি 'মোক্ষম হেভিওয়েট পাঞ্চ' বলে অভিহিত করে জানান 'এটা কেবল শুরুমাত্র'।

২০০৩-২০০৮ সাল পর্যন্ত উপ-বাণিজ্যমন্ত্রী ছিলেন ওয়েই। বর্তমানে তিনি সরকার সমর্থিত থিঙ্ক ট্যাঙ্ক 'চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জ' এর ভাইস চেয়ারম্যান। ওয়েই বলেছেন, 'চীনের উচ্চ-প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু করে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে, পাল্টা পদক্ষেপগুলোও তীব্রতা পাবে।'

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.