আগামী বছর প্রকাশিত হচ্ছে মার্কেসের সেই বহুল আলোচিত অপ্রকাশিত উপন্যাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 April, 2023, 02:45 pm
Last modified: 29 April, 2023, 03:28 pm
২০২৪ সাল নাগাদ মার্কেসের অপ্রকাশিত উপন্যাসটি লাতিন আমেরিকাজুড়ে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস। 

দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে প্রয়াত কলম্বিয়ান উপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের অপ্রকাশিত উপন্যাস 'এন আগোস্তো নোস বেমোস' (উই উইল সি ইচ আদার ইন অগাস্ট)। আগামী বছর উপন্যাসটি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। 

২০২৪ সাল নাগাদ মার্কেসের অদেখ এই উপন্যাস লাতিন আমেরিকাজুড়ে প্রকাশ পাবে বলে শুক্রবার (২৮ এপ্রিল) নিশ্চিত করেছে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস। 

১৯৯৯ সালে কলম্বিয়ান ম্যাগাজিন ক্যাম্বিওতে মার্কেসের একটি ছোটগল্প প্রকাশিত হওয়ার পর থেকেই অপ্রকাশিত ওই পাণ্ডুলিপিকে ঘিরে শুরু হয় জল্পনা।

গল্পটি ছিল আনা ম্যাগডালেনা নামে একজন মধ্যবয়সী নারীকে নিয়ে। মায়ের কবরে ফুল দিতে এক ট্রপিকাল আইল্যান্ডে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ধারণা করা হয়, এই গল্পটিই অপ্রকাশিত ওই পাণ্ডুলিপির প্রথম অধ্যায়।

২০১৪ সালে মার্কেসের মৃত্যুর পর তার পরিবার অসমাপ্ত ওই পাণ্ডুলিপি প্রকাশ করতে আপত্তি জানায়। তবে সম্প্রতি বিশ্বখ্যাত কলম্বিয়ান লেখকের দুই সন্তান পাণ্ডুলিপিটি প্রকাশের ব্যাপারে তাদের মত পাল্টেছেন বলে জানান গ্যাবো ফাউন্ডেশনের পরিচালক জেইম অ্যাবেলো।

"মনে হচ্ছে পাণ্ডুলিপি পড়ার পর তারা মন বদলেছেন!" বলেন তিনি। 

মার্কেসের সন্তান রদ্রিগো ও গঞ্জালো গার্সিয়া শুক্রবার বলেছেন, লেখকের এই অদেখা পাণ্ডুলিপিটি খুবই মূল্যবান। এটি প্রকাশের ব্যাপারে ইতিবাচক মনোভাবও পোষণ করেন তারা।

জানা যায়, ম্যাগডালেনাকে কেন্দ্র করে লেখা বইটিতে মোট ৫টি ভাগ থাকবে; মোট পৃষ্ঠা সংখ্যা হবে ১৫০। তবে বইটির ইংরেজি সংস্করণের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.