ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে ৩১, উদ্ধার ২৩০

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
30 March, 2023, 08:45 pm
Last modified: 30 March, 2023, 08:57 pm
কী কারণে এ আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ফেরি দুর্ঘটনার কমপক্ষে ৩১ জন মারা গেছেন। এ ঘটনায় ২৩০ জনকে উদ্ধার করা গিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) লেডি মেরি জয় ৩ নামক ওই ফেরি মিন্দানাও দ্বীপের জামবোয়াঙ্গা সিটি থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফেরিতে।

দেশটির একজন দুর্যোগ কর্মকর্তা নিক্সন আলোঞ্জো জানান, চলন্ত অবস্থাতেই ওই ফেরিতে অগ্নিকাণ্ড ঘটে। যাত্রীদের অনেকেই তখন প্রাণরক্ষায় ফেরি থেকে ঝাঁপ দেন।

দুর্ঘটনার পরপরই ফিলিপাইনের কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধার কাজে নেমে পড়েন। কমপক্ষে ১৯৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজের সময় ১৮টি মৃতদেহ পুড়ে যাওয়া ফেরিটিতে পড়ে থাকতে দেখা যায়। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়ায়।

ফিলিপাইন কোস্ট গার্ডের কমোডোর রেজার্ড মার্ফে বলেন, 'যাত্রীরা যখন ঘুমাচ্ছিলেন, তখন ফেরিটিতে আগুন ধরে যায়। এর ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েন।'

তিনি জানান, ওই ফেরিতে মোট যাত্রীসংখ্যা ২০৫ জনের বেশি ছিল।

কী কারণে এ আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আহত অনেককে জামবোয়াঙ্গা ও বাসিলানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.