নিলামে ২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হলো স্টিভ জবসের পুরনো বের্কেনস্টক স্যান্ডেল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 November, 2022, 02:45 pm
Last modified: 16 November, 2022, 05:22 pm
নিলামে ওঠার পর ধারণা করা হয়েছিল, অন্তত ৬০ হাজার ডলার দাম তো উঠবেই। তবে আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে জুতো জোড়াটি।

এক জোড়া 'সেকেন্ডহ্যান্ড' (ব্যবহৃত) জুতোর জন্য কত টাকা খরচ করবেন আপনি? অনেকে হয়তো অন্যের ব্যবহার করা জিনিস কিনবেনই না। কিন্তু এখানে যে সেকেন্ডহ্যান্ড জুতোটির কথা হচ্ছে, সেটি সাধারণ কোনো মানুষের নয়। জুতো জোড়াটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের।

নিলামে ওঠা তার বের্কেনস্টক অ্যারিজনা ব্র্যান্ডের একজোড়া স্যান্ডেল বিক্রি হয়েছে ২ লাখ মার্কিন ডলারের বেশিতে।

সপ্তাহান্তে জুতোটি নিলামে ওঠার পর ধারণা করা হয়েছিল, অন্তত ৬০ হাজার ডলার দাম তো উঠবেই। তবে আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২৩ লাখ ১ হাজার ৮৬৮ টাকা) বিক্রি হয়েছে জুতো জোড়াটি। নিলাম ঘর জুলিয়ানস অকশনস জানিয়েছে এ তথ্য। খবর সিএনএন-এর।

বিক্রির আগে ক্যালিফোর্নিয়ার অকশন হাউসটি জানায়, নিলামে ওঠা জবসের স্যান্ডেলজোড়া বেশ পুরোনো এবং এটি খুব ভালোভাবে ব্যবহৃত। তবে এখনও এটি অক্ষত রয়েছে। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে '৮০-এর দশকে এই স্যান্ডেলজোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস। তার বাড়ির সাবেক ব্যবস্থাপক মার্ক শেফের কাছে মিলেছিল এই জুতোর সন্ধান।

ছবি: সিএনএন

বছরের পর বছর ধরে ব্যবহার করায় স্টিভ জবসের পায়ের ছাপও বসেছে জুতো জোড়ার ওপরে। এমন তথ্য দেওয়া হয়েছে অকশন হাউসের ওয়েবসাইটে।

অন্য জুতো-স্যান্ডেলের চেয়ে বের্কেনস্টকের আলাদা কিছু বৈশিষ্ট রয়েছে। জার্মানভিত্তিক এই ব্র্যান্ডের জুতো তৈরিতে ব্যবহার করা হয় পাট, প্রাকৃতিক রাবার এবং সোয়েড চামড়া। অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি এই জুতোগুলো পরতে বেশ আরাম। মূলত একারণেই স্টিভ জবসসহ বিশ্বখ্যাত অনেকেই এই ব্র্যান্ডের জুতো-স্যান্ডেল ব্যবহার করতেন এবং করেন। 

জুলিয়ানস অকশন হাউসের 'আইকনস অ্যান্ড আইডলস: রক এন রোল' পাবলিক সেল-এ জুতাজোড়াটি বিক্রি হয়েছে। সেখানে জবসের এই বের্কেনস্টক ছাড়াও এলভিস প্রিসলি, কার্ট কোবেইন এবং জন লেনন সহ সঙ্গীতশিল্পী ও পপ তারকাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন, পোশাক, বাদ্যযন্ত্র এবং গয়না রাখা হয়েছিল। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.