ভারতের উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ২৫

খাদে বাস পড়ে ভারতের উত্তরাখণ্ডে মৃত্যু হলো কমপক্ষে ২৫ জনের। মঙ্গলবার রাতে পাউরি গারওয়াল জেলায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
এছাড়াও ২১ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতের দিকে পাউরি গারওয়াল জেলার সিমডি গ্রামের কাছে খাদে পড়ে যায় একটি বাস। ওই বাসে ৪৫ থেকে ৫০ জন ছিলেন। তারা বিয়েবাড়ি যাচ্ছিলেন বা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। বাসটি খাদে পড়ে যাওয়ার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রাতেই কয়েকজনকে উদ্ধার করা হয়।
উত্তরাখণ্ড পুলিশের পক্ষ থেকে টুইটারে উদ্ধারকাজের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। জানানো হয়েছে, যে খাদে বাসটি পড়ে গিয়েছে, সেটি প্রায় ৫০০ মিটার গভীর ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে 'হৃদয়বিদারক' এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
টুইটে বলেন, 'উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আমি আশা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে।'
- সূত্র- হিন্দুস্তান টাইমস, ইউএনবি