লিজ ট্রস, সবচেয়ে ফ্যাশনদুরস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী!
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪৭ বছর বয়সী মেরি এলিজাবেথ ট্রাস; সংক্ষেপে তিনি লিজ ট্রাস নামেই বেশি পরিচিত। দেশের প্রধানমন্ত্রী হওয়া ও কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে প্রতিপক্ষ ঋষি সুনককে পরাজিত করে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হচ্ছেন ট্রাস। ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিতে চলেছেন তিনি।
নিজের জয়ের পর নয়া প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, "আমি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পেরে সম্মানিত। দেশকে নেতৃত্ব এবং সেবা দেওয়ার ক্ষেত্রে আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এই কঠিন সময়ে আমাদের সকলের জন্য দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং অন্যান্য সকল সম্ভাবনা উন্মোচন করতে সাহসী পদক্ষেপ নেব।"
এদিকে, বিজয়ের পরপরই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর ফ্যাশন সচেতনতা নজর কেড়েছে অনেকের। পোশাকপরিচ্ছদ ও জুতা থেকে শুরু করে গহনা- সবকিছুতেই তার ফ্যাশন সেন্স গণমাধ্যমজুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুসারে, ফ্যাশনের ক্ষেত্রে যুক্তরাজ্যের লৌহমানবী খ্যাত সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ হিসেবে মানেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। থ্যাচারের ওয়ারড্রোবে ব্রিটেনসহ বিশ্বে বিখ্যাত যেসব ব্র্যান্ডের পোশাক ছিল, ট্রাসও সেগুলোই অনুসরণ করেন বলে মনে হয়।
মার্গারেট থ্যাচার নিজের নীল রঙের একটি স্যুটের জন্য সবচেয়ে বেশি আলোচিত ছিলেন। নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও প্রায়শই একই ধরনের পোশাকে দেখা যায়। যুক্তরাজ্যের বিখ্যাত ব্র্যান্ড কারেন মিলেন (কেএম)-এর পোশাকের প্রতি তার বিশেষ আগ্রহ আছে বলে ধারণা করা হয়।
ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, তিনি ফ্যাশনের ক্ষেত্রে দ্য ফোল্ড ওয়েবসাইটসহ লন্ডন-ভিত্তিক ডিজাইনার উইনসার, এলকে বেনেট এবং হুইসলসের মতো হাই-স্ট্রিট চেইনগুলোর ওপর ভরসা রাখেন।
গত কয়েক সপ্তাহে নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাসকে বেশ কয়েকটি অসাধারণ পোশাকে দেখা গেছে। এরমধ্যে বেগুনি রঙের ভি-গলা এবং লম্বা হাতার একটি স্যুট নজর কাড়ে সবার।
গেল সপ্তাহে বিবিসি বিতর্ক অনুষ্ঠানেও নতুন প্রধানমন্ত্রীকে মার্গারেট থ্যাচারের নীল (রয়্যাল ব্লু) পোশাকের আদলে একটি পোশাকে দেখা যায়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এই পোশাকের দাম প্রায় ২০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ হাজার টাকা। এছাড়া, কাছাকাছি সময়ে সোনালি বেল্ট বাঁধা সবুজ রঙের আরও একটি অসাধারণ পোশাকে সংসদের উপস্থিত হয়েছিলেন ট্রাস।
নিজের প্রচারণার সময় তাকে উজ্জ্বল কমলা পোশাকেও দেখা গেছে। পাফি শোল্ডার এবং লম্বা হাতার সেই পোশাকে একটি ম্যাচিং বেল্টও পরেছিলেন তিনি। তবে মজার বিষয় হল, অভিজাত পোশাক পরার পর নিজের আরামের কথাও তিনি ভুলে যাননি। সারাদিন কাটানোর কথা চিন্তা করেই হয়তো এর সঙ্গে একজোড়া সাদা স্নিকার্স পরেছিলেন ট্রাস, যেন চলাফেরায় সুবিধা হয়। যদিও তা ছবিতে দৃশ্যমান নয়।
লাল এই স্যুটে অসাধারণ মানিয়েছিল নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। পাশাপাশি জলপাই-বাদামী মিশ্র রঙের পোশাকেও বেশ মানিয়েছিল তাকে।
ব্রিটেনের ঐতিহ্যবাহী অভিজাত স্যুটের পাশাপাশি ট্রাউজার, প্যান্ট-স্যুট পরতেও দেখা যায় নতুন প্রধানমন্ত্রীকে। অভিজাত পোশাকে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কিছু ছবি-