সেরা নেপথ্য কন্ঠের জন্য এমি পুরষ্কার জিতলেন বারাক ওবামা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 September, 2022, 08:40 pm
Last modified: 04 September, 2022, 08:54 pm
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক’ নামের একটি প্রামাণ্যচিত্রে অনবদ্য বর্ণনার জন্য এই পুরষ্কার পেলেন তিনি। 

এমি পুরষ্কার জিতেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার তাকে ন্যারেটর বিভাগে চলতি বছরের এমি পুরষ্কারজয়ী ঘোষণা করা হয়।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 'আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক' নামের একটি প্রামাণ্যচিত্রে অনবদ্য বর্ণনার জন্য এই পুরষ্কার পেলেন তিনি। 

পাঁচ পর্বের এই সিরিজটির নির্মাতা ওবামার প্রোডাকশন কোম্পানি 'হায়ার গ্রাউন্ড'। এতে বিশ্বজুড়ে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে অনন্য জাতীয় উদ্যানগুলিকে তুলে ধরা হয়। 

চিলির প্যাটাগোনিয়া ও ইন্দোনেশিয়ার চিরসবুজ অরণ্য থেকে শুরু করে পাঁচটি মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে নেটফ্লিক্স সিরিজটির দৃশ্যায়নে।

এর আগে তার দুটি স্মৃতিকথা 'দ্য অডেসিটি অফ হোপ' ও 'এ প্রমিজড ল্যান্ড'- এর অডিওবুক পড়ার জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন ওবামা। 

এমি প্রাপ্তি তাকে একজন 'ইগট' হওয়ার দিকে এগিয়ে নিল। ইগট তাকেই বলা হয়- যিনি একাধারে এমি, গ্রামি, অস্কার ও টোনি অ্যাওয়ার্ড জেতেন।

আজ পর্যন্ত ১৭ জন ব্যক্তি হয়েছেন 'ইগট' মর্যাদার অধিকারী। তাদের মধ্যে রয়েছেন, মেল ব্রুকস, হুপি গোল্ডবার্গ, অড্রে হেপবার্ন ও জেনিফার হাডসনের মতো তারকারা।  

একইসঙ্গে, ইতিহাসের দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এমি জিতেছেন ওবামা। এর আগে ডোয়াইট ডি.আইজেনহাওয়ার ১৯৫৬ সালে এ পুরস্কার পান।

এবছর সেরা কথকের জন্য অন্যান্য প্রতিযোগীরা ছিলেন- প্রয়াত প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো, লুপিটা নয়নগো এবং করিম আব্দুল-জব্বার। 

২০১৭ সালে ক্ষমতা ছাড়ার পরই সাবেক প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল হায়ার গ্রাউন্ড প্রতিষ্ঠা করেন। এসময় তারা নেটফ্লিক্সের সাথে কয়েক মিলিয়ন ডলারের এক বিশাল চুক্তিতে সই করেন।  


 

  • সূত্র: বিবিসি 
     
     
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.