পাকিস্তানে বন্যায় মৃত্যু ১,০০০ ছাড়ালো

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জুন থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ জনে। রোববার (২৮ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।
বন্যা পরিস্থিতির ভয়াবহতায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে কাতার ও ইরানসহ বেশি কিছু দেশ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাবুল এবং সিন্ধু নদীর আশেপাশের কিছু এলাকা, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের নওশেরা এবং পাঞ্জাব প্রদেশের কালাবাগ ও চাশমায় ব্যাপক বন্যা ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে।
বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের বেলুচিস্তান, কেপি এবং সিন্ধু প্রদেশের বড় অংশ বন্যার পানিতে ডুবে আছে। এখনও কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্যায় বেলুচিস্তানে ২৩৮ জন এবং কেপিতে ২২৬ এবং সিন্ধুতে কমপক্ষে ৩৪৭ জন মারা গেছে।
গ্রীষ্ম শুরু হওয়ার পর থেকে একাধিক বর্ষা চক্র আঘাত হেনেছে পাকিস্তানে। এতে সারাদেশে ৪ লাখেরও বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
জাতিসংঘের দুর্যোগ ত্রাণ সংস্থা ওসিএইচএ (অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স) বৃহস্পতিবার জানিয়েছে, অন্তত ১ লাখ ৮৪ হাজার মানুষ ত্রাণ শিবিরে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
পাকিস্তানের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সিন্ধু প্রদেশ এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
- সূত্র: আল জাজিরা