রাশিয়ার সেনাসংখ্যা ১০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিলেন পুতিন
রাশিয়ার সামরিক বাহিনীগুলোর সদস্য সংখ্যা ১ লাখ ৩৭ হাজার জন বাড়ানোর এক নির্দেশনায় (ডিক্রিতে) সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বর্তমানে রুশ সামরিক বাহিনীতে মোট সদস্য সংখ্যা ১০ লাখের বেশি সামরিক সদস্য রয়েছে। বেসামরিক কর্মী রয়েছে প্রায় ৯ লাখ।
ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ায় সেনা নিয়োগ কার্যক্রম নতুন গতি পেয়েছে। তার মধ্যেই এলো এই ঘোষণা।
পশ্চিমা কর্মকর্তারা অবশ্য দাবি করছেন, ইউক্রেনে বিপুল সংখ্যক রুশ সেনা হতাহত হয়েছে। সেই শূন্যস্থান পূরণেই রিক্রুট বাড়াচ্ছে মস্কো।
তবে ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্রগুলি বলছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতেই বাড়ানো হচ্ছে সেনা সংখ্যা।
পুতিনের সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, 'রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার জনে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে সামরিক সদস্য হবে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন।
এর আগে দেশটির সশস্ত্র বাহিনীগুলোর মোট সামরিক সদস্য সংখ্যা ছিল ১০ লাখ ১৩ হাজার ৬২৮ জন।
- সূত্র: বিবিসি