১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 August, 2022, 04:30 pm
Last modified: 25 August, 2022, 04:31 pm
আদালত ইমরানকে ‘গ্রেপ্তারপূর্ব জামিন’ দিয়েছেন। এর ফলে আগামী ১ সেপ্টেম্বরের আগপর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত গ্রেপ্তার থেকে অস্থায়ী সুরক্ষা দিয়েছেন। আশা করা হচ্ছে, এ পদক্ষেপের পর সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা কমে আসবে।

আদালত ইমরানকে 'গ্রেপ্তারপূর্ব জামিন' দিয়েছেন। এর ফলে আগামী ১ সেপ্টেম্বরের আগপর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। ১ সেপ্টেম্বর ইমরানকে ফের আদালতে হাজিরা দিতে হবে। 

গত রোববার বিশাল এক জনসমাবেশে বর্তমান সরকারের কর্মকর্তাদের সমালোচনা করেন ইমরান।

এরপরই সরকারি কর্মকর্তা ও একজন জজকে হুমকি দেওয়ার অভিযোগ এনে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস-দমন আইনে এফআইআর করা হয়।

পকিস্তান সরকারের দাবি, ভাষণে সংবিধানের ১৯ নং ধারা লঙ্ঘন করেছেন ইমরান। 

অন্যদিকে পিটিআইয়ের অভিযোগ, শাহবাজ শরিফ একনায়কতন্ত্র চালাচ্ছেন পাকিস্তানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। তার সম্ভাব্য গ্রেপ্তারের প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

এই তুমুল উত্তেজনার মধ্যেই ইসালামাবাদের আদালত ইমরানকে ১ আগস্ট পর্যন্ত জামিন দিলেন। 


  • সূত্র: ওয়াশিংটন পোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.