অর্থনীতি চাঙ্গা করতে তরুণদের মদপানে উৎসাহ দিচ্ছে জাপান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 August, 2022, 03:05 pm
Last modified: 18 August, 2022, 03:40 pm
কর্তৃপক্ষ বলছে, মহামারির সময়টাতে কমবয়সীদের মাঝে মদ পানের অভ্যাস কমে যায়। তাছাড়া জাপানে বয়স্ক নাগরিকের সংখ্যা বাড়ছে। এটিও মদের বিক্রিতে প্রভাব রাখতে পারে।

জাপানের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নাকি তাদের মা-বাবার প্রজন্মের চেয়েও কম মদ পান করছে। এমনকি টান পড়েছে 'সাকে' বা রাইস ওয়াইনের মতো দেশটির জনপ্রিয় পানীয় থেকে পাওয়া ট্যাক্সে। এতে রীতিমতো নড়েচড়ে বসেছে দেশটির ন্যাশনাল ট্যাক্স এজেন্সি।

তরুণ প্রজন্মকে মদ পানে উৎসাহিত করতে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আর ক্যাম্পেইন চালু করেছে। 

'সাকে ভিভা' নামের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য তরুণদের কাছে মদ্যপানকে আকর্ষণীয় করে এ খাতের পুরনো সমৃদ্ধি ফিরিয়ে আনা।

ট্যাক্স এজেন্সির ভাষ্যে, মহামারির সময়টাতে কমবয়সীদের মাঝে মদ পানের অভ্যাস কমে যায়। তাছাড়া জাপানে বয়স্ক নাগরিকের সংখ্যা বাড়ছে। এটিও মদের বিক্রিতে প্রভাব রাখতে পারে বলে ভাবা হচ্ছে।

বিশ্বব্যাংকের অনুমান, জাপানের জনসংখ্যার এক-তৃতীয়াংশই (২৯%) ৬৫ বছর বা বেশি বয়সী। 

প্রতিযোগিতাটিতে ২০-৩৯ বছর বয়সী জাপানি নাগরিকেরা অংশগ্রহণ করতে পারবে। সোজু, হুইস্কি, সাকে, বিয়ার বা ওয়াইন- সহকর্মীদের মাঝে এগুলোর যেকোনটির চাহিদা বাড়িয়ে তুলবে এমন প্রচারধর্মী বা ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতে হবে তাদের। প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরতেও প্রতিযোগীদের আহবান করা হয়েছে।  

জাপানি গণমাধ্যম বলছে এ ঘোষণায় জাপানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; এমন একটি অস্বাস্থ্যকর অভ্যাসের জন্য উৎসাহ প্রদান করাটা অনেকেরই মনঃপূত হয়নি। তবে অনেকে আবার ইতিমধ্যে মদের বিকিকিনি বাড়াতে অদ্ভুত সব আইডিয়া পোস্ট করা শুরু করে দিয়েছেন।  

সেপ্টেম্বরের ভিতর প্রতিযোগীদের সমস্ত আইডিয়া পাঠাতে হবে। এরপর সেখান থেকে সবচেয়ে ভালোটা বাছাই করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেটিকে প্রচার উপযোগী করে তোলা হবে। 

ক্যাম্পেইনের ওয়েবসাইট বলছে, জাপানের অ্যালকোহলের বাজার ক্রমশ ছোট হচ্ছে।

ট্যাক্স এজেন্সির সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ১৯৯৫ সালের তুলনায় জাপানিরা ২০২০ সালে কম মদ্যপান করেছে। ১০০ লিটার (২২ গ্যালন) থেকে হ্রাস পেয়ে সেবছর মদ গ্রহণের পরিমাণ দাঁড়ায় ৭৫ লিটারে (১৬ গ্যালনে)।

কমেছে মদ থেকে প্রাপ্ত ট্যাক্সের পরিমাণও। ১৯৮০ সালে মোট রাজস্বের ৫ শতাংশ আসত মদ থেকে, কিন্তু ২০২০ সালে এটি কমে হয় ১.৭ শতাংশ।

তবে জাপানের উদ্বেগ কিন্তু শুধু মদের বাজারেই সীমাবদ্ধ নেই। ভবিষ্যতে নির্দিষ্ট কিছু চাকরির জন্য তরুণ কর্মী সরবরাহ, বয়ঃজ্যেষ্ঠদের যথাযথ দেখাশোনা ইত্যাদিও ভাবিয়ে তুলছে জাপানি নাগরিকদের। 

  • সূত্র- বিবিসি 

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.