রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2022, 12:30 pm
Last modified: 14 August, 2022, 09:19 pm
নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মঞ্চে দৌড়ে এসে রুশদি এবং পশ্চিম নিউইয়র্ক রাজ্যের শাটাকোয়া ইনস্টিটিউশনে একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে আক্রমণ করেন।

শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে সালমান রুশদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে  হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

নিউইয়র্কের শাটাকোয়া কাউন্টির প্রসিকিউটর জানান, সন্দেহভাজন ব্যক্তি হাদি মাতার (২৪) নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন। আদালতে তার আইনজীবীও দাবি করেছেন, মাতার দোষী নন। তবে তাকে জামিন দেওয়া হয়নি; পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

শুক্রবারের ঘটনায় নিউ জার্সির ফেয়ারভিউ থেকে হাদি মাতার নামে সন্দেহভাজন ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।  

নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মঞ্চে দৌড়ে এসে রুশদি এবং পশ্চিম নিউইয়র্ক রাজ্যের শাটাকোয়া ইনস্টিটিউশনে একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে আক্রমণ করেন।

হামলার পর গুরুতর আহত লেখকের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হলেও শনিবার রাতে তার এজেন্ট জানিয়েছেন, ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে রুশদিকে। শীঘ্রই তিনি কথা বলতে পারবেন। 

১৯৮৮ সালে প্রকাশিত হয় সালমান রুশদির বিতর্কিত বই 'দ্য স্যাটানিক ভার্সেস'। বইটি প্রকাশের পর তিনি ধর্মদ্রোহের অভিযোগে ইসলামপন্থীদের ব্যাপক রোষের শিকার হন। এমনকি, ওই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। মূলত তখন থেকে বহুবার তিনি মৃত্যুর হুমকি পেয়েছেন। 

 

  • সূত্র: বিবিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.