নিউ ইয়র্কে মঞ্চে লেখক সালমান রুশদির উপর হামলা

নিউ ইয়র্কে বক্তব্য দেওয়ার মঞ্চে হামলার শিকার হলেন লেখক সালমান রুশদি।
বুকার পুরস্কারজয়ী এ লেখক শাটাকোয়া ইন্সটিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য উঠেছিলেন তিনি। তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা একজন লোককে দৌড়ে মঞ্চে উঠে রুশদিকে ঘুসি কিংবা ছুরি মারতে দেখেছেন। তাকে মেঝেতে ফেলে দেওয়া হয় বা নিজেই মেঝেতে পড়ে যান লেখক।
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ঘটনার পরপরই আয়োজকরা রুশদির দিকে দৌড়ে যাচ্ছেন।
আক্রমণকারীকে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশ ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে আক্রমণকারীর পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
রুশদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
ভারতীয় বংশোদ্ভূত এই লেখক ১৯৮১ মিডনাইটস চিলড্রেন উপন্যাসের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। বইটি শুধু যুক্তরাজ্যেই এক মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়।

চতুর্থ বই—১৯৮৮ সালে প্রকাশিত 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর মাধ্যমে 'ধর্মদ্রোহে'র অভিযোগে তিনি ব্যাপক রোষের শিকার হন। ওই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি।
বইটি প্রকাশ হওয়ার পর সহিংসতায় কয়েক ডজন লোক মারা গেছে, যাদের মধ্যে বইটির একজন অনুবাদকও রয়েছেন।
রুশদি ১৩ বছর বেনামে কাটিয়েছেন। প্রতিনিয়ত পুলিশি পাহারায় কার্যত 'বন্দি' থেকেছেন। ২০০১ সালের সেপ্টেম্বরে 'ছদ্মনামে'র জীবন থেকে বেরিয়ে আসেন রুশদি। তিনি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।
- সূত্র: বিবিসি