যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পুতিনের কথিত 'বান্ধবী' অ্যালিনা কাবায়েভা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 August, 2022, 12:55 pm
Last modified: 03 August, 2022, 01:14 pm
৩৯ বছর বয়সী কাবায়েভা স্টেট ডুমার একজন প্রাক্তন সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থী মিডিয়া প্রতিষ্ঠান 'ন্যাশনাল মিডিয়া গ্রুপ' এর প্রধান।

ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী অ্যালিনা কাবায়েভার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। রাশিয়ার অভিজাত শ্রেণীর উপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ক্রেমলিনকে চাপে রাখার অংশ হিসেবে কাবায়েভার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।

ট্রেজারি বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়-"রুশ সরকারের কোনো সংস্থার একজন নেতা, কর্মকর্তা, উর্ধ্বতন কার্যনির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পর্ষদের একজন সদস্য হওয়ায় অ্যালিনা মারাটোভনা কাবায়েভার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।" কাবায়েভার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের 'ঘনিষ্ঠ সম্পর্ক' আছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।  

এর আগে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন অ্যালিনা কাবায়েভা। ৩৯ বছর বয়সী কাবায়েভা স্টেট ডুমার একজন প্রাক্তন সদস্য এবং বর্তমানে ক্রেমলিনপন্থী মিডিয়া প্রতিষ্ঠান 'ন্যাশনাল মিডিয়া গ্রুপ' এর প্রধান।  

অ্যালিনা কাবায়েভা। ছবি: সংগৃহীত

গত এপ্রিলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, কাবায়েভার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার ঘনিষ্ঠতার কারণে এ ধরনের পদক্ষেপ উত্তেজনাকে বাড়িয়ে দিবে বলে মনে করা হচ্ছিলো।

এদিকে কাবায়েভার পাশাপাশি আরও কিছু রুশ অলিগার্কের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর মধ্যে রয়েছে একটি প্রধান স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠান। সেই সাথে নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগে একটি আর্থিক প্রতিষ্ঠান ও এর সাধারণ পরিচালকের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাবায়েভার রোমান্টিক সম্পর্ক থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে ক্রেমলিন। অবসরপ্রাপ্ত রিদমিক জিমন্যাস্ট কাবায়েভা ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। ২০১৪ সালে ন্যাশনাল মিডিয়া গ্রুপের দায়িত্ব নেওয়ার আগে তিনি ছয় বছরেরও বেশি সময় পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টিতে একজন আইনপ্রণেতা হিসেবে কাজ করেছেন।

সূত্র: সিএনএন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.