গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন মাস্ক
গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা অস্বীকার করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। রোববার টুইটারে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, সের্গেই ব্রিনের সঙ্গে তার এখনো বন্ধুত্ব বজায় আছে এবং নিকোলের সাথে তার কখনোই রোমান্টিক সম্পর্ক ছিল না।
নির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ না করে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, নিকোল শানাহানের সাথে ইলন মাস্কের প্রণয়ের সম্পর্ক ছিল। সের্গেই-শানাহানের বিচ্ছেদের পেছনে এটি অন্যতম কারণ এবং এ ঘটনাকে কেন্দ্র করে মাস্কের সাথে ব্রিনের বন্ধুত্বের অবসান ঘটেছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে।
কিন্তু টুইট বার্তায় এই দাবিকে অস্বীকার করে মাস্ক বলেন, "সের্গেই এবং আমি বন্ধু। কাল রাতেও আমরা একটা পার্টিতে একসাথে ছিলাম। গত তিন বছরে আমার মাত্র দুইবার নিকোল শানাহানের সাথে দেখা হয়েছে, দুইবারই আমাদের আশেপাশে প্রচুর মানুষ ছিল। এখানে রোমান্টিক কিছু নেই।"
টেসলা ও গুগল, উভয়েরই প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেশন। বার্তা সংস্থা রয়টার্স তাদের মন্তব্য জানতে চাইলে তারা ব্যবসায়িক কর্মঘণ্টার বাইরে কথা বলতে রাজি হয়নি। তাছাড়া, সের্গেই ব্রিন বা শানাহানের সাথেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান ব্রিনের আইনজীবী; আর নিকোল শানাহানও তাদের অনুরোধে সাড়া দেননি।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে আরও দাবি করেছে, মাস্কের সঙ্গে শানাহানের সম্পর্কের কথা জানার পর ব্রিন তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন, মাস্কের প্রতিষ্ঠানগুলোতে থাকা তার সব ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করে দিতে। কিন্তু সেই বিনিয়োগের অঙ্ক কত এবং আদৌ কিছু বিক্রি হয়েছে কি না, তা এখনো জানতে পারেনি ওয়াল স্ট্রিট।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নালের সাথে কথা বলতে চাইলে, সে অনুরোধে সাড়া দেয়নি গণমাধ্যমটি।
প্রসঙ্গত, নিজেদের মধ্যে 'চরম মতপার্থক্য'কে কারণ হিসেবে দেখিয়ে চলতি বছরের জুনে নিকোল শানাহানের সাথে বিচ্ছেদের আবেদন করেছিলেন সের্গেই ব্রিন।
এদিকে ইলন মাস্কের সাথে ব্রিনসের বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল যে টেসলা গাড়ির উৎপাদন শুরু হবার পর যাদের প্রথম গাড়ি দিয়েছিলেন মাস্ক, ব্রিন তাদের মধ্যে অন্যতম। আবার মাস্কের আর্থিক সংকটের সময় প্রকৃত বন্ধুর মতোই তার পাশে দাঁড়িয়েছিলেন ব্রিন। ২০০৮ সালে মাস্ককে ৫ লক্ষ মার্কিন ডলার দিয়ে সাহায্য করেছিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা।
- সূত্র: রয়টার্স