প্রথমবারের মতো রাশিয়ান সেনাদের ‘অতি-দূরপাল্লা’র স্নাইপার রাইফেল সুমরাকের ব্যবহার

ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ান সেনারা 'অতি-দূরপাল্লা'র স্নাইপার রাইফেল সুমরাক (টোয়ালাইট) ব্যবহার করেছে বলে দাবি করেছে রাশিয়ান গণমাধ্যমগুলো।
রাশিয়ার তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরেক রাশিয়ান গণমাধ্যম আরটি।
রাশিয়ান স্নাইপারেরা ওই রাইফেলটি কিয়েভ ও খারকভ অঞ্চলে ব্যবহার করেছে। তবে স্নাইপিংয়ের জন্য এসব অঞ্চলে যথাযথ 'টেরেইন' না থাকায় খুব বেশিবার ওই রাইফেলটি ব্যবহার করা যায়নি বলে তাসকে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
২০১২ সালে রাশিয়ার লোবায়েভ আর্মস এসভিএলকে-১৪এস সুমরাক নামক সিংগেল-শট বোল্ট অ্যাকশন স্নাইপার রাইফেলটি তৈরি করে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী এটি দিয়ে ২.৭ কিলোমিটার দূর পর্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করা সম্ভব।
২০২০ সালে ব্রিটেনের ডেইলি মিরর-এ সুমরাককে 'বিশ্বের সবচেয়ে মারাত্মক স্নাইপার রাইফেল' হিসেবে বর্ণনা করা হয়। এছাড়া এটির কার্যকরী পাল্লা ব্রিটিশ সেনাবাহিনীর এল১১৫এ৩ (অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল এডব্লিউএম) স্নাইপার রাইফেলের চেয়ে দ্বিগুণ বলে উল্লেখ করে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাটি।
২০১৭ সালে রাশিয়ার একটি শ্যুটিং রেঞ্জে সুমরাক থেকে ছোঁড়া একটি বুলেট ৪.২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বিশ্বরেকর্ড করে বলে দাবি করা হয়।