২০২৩ সালে চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত
আগামী বছর চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে ভারত। জাতিসংঘের সূত্রানুসারে ১৪০ কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের জনবহুল দেশের তালিকায় ভারতের নাম চলে আসবে শীর্ষে।
চলতি বছরের নভেম্বর নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাবে। তবে জনসংখ্যা বৃদ্ধির হার আগের থেকে অনেকটাই কমে এসেছে। ১৯৫০ সালে এই হার সর্বোচ্চ হওয়ার পর বর্তমানে জনংখ্যা সবচেয়ে ধীরগতিতে বাড়ছে।
জাতিসংঘের মতে, ২০৮০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ১০০ কোটিতে নেমে আসবে। তবে তা আরও আগেই ঘটতে পারে বলেও আভাস দিয়েছেন অনেক পরিসংখ্যানবিদ।
তবে জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের সর্বত্র সমান নয়। আগামী ৩০ বছরে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকই মাত্র ৮টি দেশে ঘটবে। দেশগুলো হলো- কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং তানজানিয়া।
একই সময়ে বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির দেশগুলোতে ইতোমধ্যে জনসংখ্যা হ্রাস পেতে শুরু করেছে। এসব দেশে নারীদের উর্বরতার হার জনপ্রতি ২.১ সন্তানের নিচে নেমে এসেছে। অর্থাৎ তা প্রতিস্থাপন হার বা রিপ্লেসমেন্ট রেটের চেয়েও কম। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ৬১টি দেশে ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা অন্তত এক শতাংশ হ্রাস পাবে।
বিশ্বের সর্বনিম্ন উর্বরতার হার এখন চীনের। দেশটিতে নারীদের উর্বরতার হার জনপ্রতি ১.১৫ সন্তান পর্যন্ত নেমে এসেছে। আগামী বছর থেকে জনসংখ্যা কমতে শুরু করবে বলে ঘোষণা দিয়েছে চীন।
২০১৬ সালে দেশটি এক সন্তান নীতি থেকে সরে এসে দম্পত্তিদের জন্য দুই বা তার বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে প্রণোদনার ঘোষণা দেয়। তা সত্ত্বেও আগে যেরকম ভাবা হয়েছিল তার থেকেও দ্রুত কমতে যাচ্ছে চীনের জনসংখ্যা।
তবে ভারতের জনসংখ্যা বাড়তে থাকায় শীঘ্রই দেশটি চীনের শীর্ষ জনবহুল দেশের তকমা দখল করতে চলেছে।
- সূত্র: বিবিসি