বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে রেখেছে, গোতাবায়া এখনও নিরুদ্দেশ
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা আগুন দেওয়ার পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দেন।
বিক্ষোভকারীরা আগুন দেওয়ার সময় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউই ভবনে ছিলেন না। প্রেসিডেন্ট গোতাবায়া কোথায় আছেন সে খবর নিয়ে চলছে ধোঁয়াশা। প্রেসিডেন্টের বাসভবন ঘিরে রেখেছে বিক্ষভকারীরা।
এ ঘোষণার পরপরই আতশবাজি ফোটানো শুরু করে সাধারণ মানুষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কয়েক মাস ধরে চলা অর্থনৈতিক সংকট প্রতিবাদে রাজাপাকসেকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে রাজধানী কলম্বোর রাস্তায় কয়েক হাজার মানুষ নেমে এসেছে।
প্রেসিডেন্ট রাজাপাকসে ১৩ জুলাই পদত্যাগ করবেন। পদত্যাগ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে।
পার্লামেন্টের স্পিকার বলেছেন প্রেসিডেন্ট "শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে" পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জনসাধারণকে আইন প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।