শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবন দখল, সুইমিংপুলে সাঁতার কাটলেন বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন দখলে নেওয়ার পর আজ ভবনের সুইমিংপুলে সাঁতার কাটতে দেখা গেছে বিক্ষোভকারীদেরকে।
এ খবর টুইট করেছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেলি মিরর।
শনিবার একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি সুইমিংপুলের ধারে গিজগিজ করছেন মানুষ। কেউ কেউ সুইমিংপুলে নেমে সাঁতার কাটছেন।
ওই সংবাদমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, রান্নাঘরে প্রচুর মানুষ ঢুকে পড়েছেন। বিভিন্ন খাবার নিয়ে খাচ্ছেন তারা। কেউ কেউ সেখানে আবার খাবার তৈরি করতেও শুরু করে দিয়েছেন।
শ্রীলঙ্কায় সংকট
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুমুল বিক্ষোভের জেরে শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বাসভবন থেকে পালিয়ে যান। একটা সময় বাসভবন দখল করে নেন বিক্ষোভকারীরা।
এরমধ্যে জরুরি ভিত্তিতে দলের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূলত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে।