এবার গোতাবায়ার বিরুদ্ধে রাস্তায় নামলেন সনাৎ জয়সুরিয়া
শনিবার (৯ জুলাই) সকালে কয়েক হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছে। এ ঘটনার পর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন গোতাবায়া।
এ বিক্ষোভে এবার জনগণের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াও। টুইটারে বিক্ষোভ নিয়ে একাধিক টুইট করেন তিনি।
এক টুইটে তিনি লিখেন, 'কোন ব্যর্থ নেতাকে প্রত্যাখ্যান করার জন্য' তার দেশকে কখনো এতটা সঙ্ঘবদ্ধ হতে দেখেননি।
সনাৎ জয়সুরিয়া বিক্ষোভকারীদের সঙ্গে রাস্তায় নেমেও সামিল হয়েছেন। তিনি জানান, তিনি সবসময় শ্রীলঙ্কানদের পাশে ছিলেন। রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে নিজের ছবি টুইট করে তিনি লিখেছেন, '...খুব শীঘ্রই লোকজন বিজয় উদযাপন করবে। আর এটা (বিক্ষোভ) কোনো প্রকার সহিংসতা ছাড়া চলা উচিত।'
আরেক টুইটে জয়সুরিয়া লিখেন, 'অবরোধ শেষ হয়েছে। আপনার দুর্গের পতন ঘটেছে। গণশক্তির জয় হয়েছে। সসম্মানে পদত্যাগ করুন।'
জয়সুরিয়া ছাড়াও সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেও রাজাপাকসে'র বিরুদ্ধে সরব ছিলেন। তারা গণবিক্ষোভেও সমর্থন জানিয়েছিলেন।
উল্লেখ্য, ১২ বছর আগে রাজনীতিতে যোগ দেন জয়সুরিয়া। মাহিন্দা রাজাপাকসে নেতৃত্বাধীন ইউএফপিএ সরকারের মন্ত্রীও হন তিনি। ২০১৫ সালে সংসদ ভেঙে দেওয়ার পর ভোটে লড়েননি। তবে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাকে মাঝেমধ্যেই মুখ খুলতে দেখা যায়।
স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক দুর্দশায় ভুগছে শ্রীলঙ্কা। নিত্যপণ্যসহ প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য পর্যাপ্ত ডলারও নেই দ্বীপরাষ্ট্রটির কাছে। মূল্যস্ফীতির সূচক রেকর্ড পর্যায়ে গিয়ে থেকেছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
গত সপ্তাহেই লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ঘোষণা দিয়েছেন, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে।