হাতে তৈরি বন্দুক দিয়েই খুন শিনজো আবে, স্বীকার অভিযুক্তের

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
09 July, 2022, 10:50 am
Last modified: 09 July, 2022, 10:52 am
শিনজো আবের আততায়ী বলেছেন যে একটি ‘নির্দিষ্ট সংগঠনের’ বিরুদ্ধে তার ক্ষোভ ছিল। অভিযুক্ত তেৎসুয়ার বিশ্বাস ছিল, আবে ওই সংগঠনের সদস্য। এ কারণেই তিনি আবেকে গুলি করেছেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারী জানিয়েছেন, তিনি হাতে তৈরি বন্দুক ব্যবহার করেছিলেন। এমনটাই খবর পুলিশ সূত্রে। 

পুলিশ জানিয়েছে, ওই সন্দেহভাজনের নাম তেৎসুয়া ইয়ামাগামি। বয়স ৪১ বছর। 

প্রসঙ্গত, পশ্চিম জাপানের নারা শহরে একটি প্রচারসভায় বক্তব্য রাখছিলেন শিনজো আবে। সেই সময় পেছন থেকে গুলি চালান ওই অভিযুক্ত।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, যে বন্দুকটি ব্যবহার করা হয়েছিল সেটি পুরোপুরি হাতে তৈরি। পুলিশ অভিযুক্তকে আরও জেরা করছে। 

এদিকে ৬৭ বছর বয়সি আবেকে খুনের ঘটনায় গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ২০২০ সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

এদিকে গুলিবিদ্ধ হওয়ার পরে তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাঁকে এয়ারলিফ্ট করে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরেও  তাঁকে বাঁচানো যায়নি। তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে পুলিশ জানিয়েছে, শিনজো আবের আততায়ী বলেছেন যে একটি 'নির্দিষ্ট সংগঠনের' বিরুদ্ধে তার ক্ষোভ ছিল। অভিযুক্ত তেৎসুয়ার বিশ্বাস ছিল, আবে ওই সংগঠনের সদস্য। এ কারণেই তিনি আবেকে গুলি করেছেন। যদিও সংগঠনটির নাম বলেনি পুলিশ।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.