নিউরালিংকের শীর্ষ নির্বাহীর সঙ্গে মাস্কের যমজ আরও দুই সন্তান!

গত বছরের নভেম্বরে গোপনে আরও দুই যমজ সন্তানের বাবা হয়েছেন টেসলার সিইও ও ধনকুবের ইলন মাস্ক। প্রাক্তন প্রেমিকা গ্রাইমসের সঙ্গে তাদের দ্বিতীয় সন্তানের জন্মের মাত্র সপ্তাহখানেক আগে নিউরালিংকের শীর্ষ নির্বাহী শিভন জিলিসের সঙ্গে ইলন মাস্কের যমজ সন্তান জন্ম নেয়।
ব্রেইন চিপ স্টার্টআপ নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ইলন মাস্ক। লিংকড ইন প্রফাইল অনুসারে, ৩৬ বছর বয়সী জিলিস নিউরালিংকের অপারেশন্স ও স্পেশাল প্রজেক্টসের পরিচালকের দায়িত্ব পালন করছে।
চলতি বছরের এপ্রিলে মাস্ক ও জিলিস যমজ দুই সন্তানের নাম পরিবর্তনের জন্য আদালতে পিটিশন দায়ের করেন। আদালতের নথি থেকে জানা যায়, দুই সন্তানের পদবীতে বাবার শেষ নাম এবং নামের মাঝে মায়ের শেষ নাম যোগ করতে আদালতে পিটিশন দায়ের করা হয়।
এক মাস পর টেক্সাসের আদালতে তা অনুমোদন লাভ করে।
২০১৭ সালের মে মাসে নিউরালিংকে কাজ শুরু করেন শিভন জিলিস। একই মাসে টেসলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকল্প পরিচালক হিসেবেও তিনি কাজ শুরু করেন। ২০১৯ সাল পর্যন্ত জিলিস টেসলার সঙ্গে যুক্ত ছিলেন।
টুইটার অধিগ্রহণে মাস্কের ৪৪ বিলিয়ন ডলারের চুক্তির পর পরিচালক পদে জিলিসকে বসানো হতে পারে বলেও শোনা গেছে।
জিলিসের দুই সন্তান ছাড়াও সাবেক প্রেমিকা কানাডিয়ান সংগীতশিল্পী গ্রাইমসের সঙ্গে ইলন মাস্কের দুই সন্তান এবং সাবেক স্ত্রী কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনের সঙ্গে ইলন মাস্কের আরও পাঁচ সন্তান রয়েছে। সবমিলিয়ে ইলন মাস্কের প্রকাশ্য সন্তান সংখ্যা এখন নয়জন।
গত বছরের সেপ্টেম্বরে ইলন মাস্ক পেজ সিক্সে দেওয়া এক সাক্ষাৎকারে জানান গ্রাইমস ও তিনি আপাতত 'সেমি-সেপারেটেড' অবস্থায় রয়েছেন। গত ডিসেম্বরে সারোগেসি পদ্ধতিতে নিজেদের দ্বিতীয় সন্তানের বাবা-মা হন মাস্ক ও গ্রাইমস।
- সূত্র: ইনসাইডার