দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি অডিটরদের
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অধীন সব দপ্তরের অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে ১১শ গ্রেডে কাজ করছেন তারা। ১০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সিএজি প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অডিটররা বলছেন, দাবি আদায় না হওয়ার পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।