খরার মধ্যে কনসার্টের জন্য ৩০০ টন পানি, সমালোচনায় সাই 

বিনোদন

টিবিএস ডেস্ক
08 June, 2022, 03:55 pm
Last modified: 08 June, 2022, 04:05 pm
“এবার এত বেশি পানি থাকবে যে আপনার মনে হবে আমরা পুরো হান নদীটি তুলে এনেছি”

মনে আছে, 'গ্যাংনাম স্টাইল'খ্যাত দক্ষিণ কোরিয়ান শিল্পী সাইয়ের কথা? ইউটিউবে তার এই গানের তালে মেতে ওঠে পুরো বিশ্ব।

একটিমাত্র গানের সুবাদে রাতারাতি পুরো দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা দক্ষিণ কোরিয়ান এই পপস্টার এবার হলেন সমালোচনার শিকার।

গত শুক্রবার ইনস্টাগ্রামে তার আসন্ন সিরিজ কনসার্টের ঘোষণা দেন সাই। 'সাই ড্রেনচেড শো' নামে পরিচিত এই কনসার্টে আগত দর্শকেরা গানের তালে নেচে ওঠেন, আর তাদের ওপর ছিটানো হতে থাকে জলের ধারা।

২০১১ সাল থেকেই গ্রীষ্মকালে নিয়মিত সাইয়ের এ কনসার্ট আয়োজিত হয়ে আসছে। গরমে অতিষ্ঠ কোরিয়ানরাও এ আয়োজন লুফে নিয়েছে, যা কনসার্টের বিপুল জনস্রোতেই স্পষ্ট।

এ বছরও আয়োজন নিয়ে কমতি রাখা হয়নি। কনসার্টের প্রচারে আয়োজকরা লিখছে্ন, "এবার এত বেশি পানি থাকবে যে আপনার মনে হবে আমরা পুরো হান নদীটি তুলে এনেছি।" উল্লেখ্য, হান দক্ষিণ কোরিয়ার প্রধান নদীগুলোর একটি এবং কোরীয় উপদ্বীপের চতুর্থ দীর্ঘতম নদী।

তবে এবার আর দর্শকেরা এ কনসার্টকে ইতিবাচকভাবে নেয়নি। উত্তর কোরিয়ার মতো দক্ষিণ কোরিয়াও পড়েছে তীব্র খরার কবলে। কৃষি এবং শিল্পকাজে পানির ঘাটতিতে পড়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই সাইয়ের এই 'জলকেলি' কনসার্টের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। 

টুইটারে একজন লিখেছেন, "এটা তো ভয়াবহ। শুধু কোরিয়াতেই কেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি খরা দেখা দেয়, তাহলে কারোরই এভাবে পানির অপচয় করা ঠিক নয়।"

আরেকজন লিখেছেন, "এভাবে দর্শকদের বিনোদনের ব্যবস্থা করা মোটেও আনন্দের কিছু নয়।"

দেশটির গণমাধ্যম কোরিয়া জুংআং ডেইলির প্রতিবেদন মতে, মে মাসে একটি স্থানীয় রেডিও শোতে উপস্থিত হয়ে সাই দাবি করেছিলেন, তার কনসার্টগুলোতে শুধুমাত্র সুপেয় পানি ব্যবহার করা হয়।

"পানি কিনতে আমাদের অনেক খরচ হয়। প্রতিটি কনসার্টে ৩০০ টনের মতো পানি লাগে। পারফর্ম্যান্স ভেন্যুর পানির পাশাপাশি আমরা পানি ছিটানোর ট্রাক ব্যবহার করে থাকি", বলেন সাই।

  • সূত্র- ইনসাইডার ডট কম 

 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.