গসিপ-চর্চায় ইতি, আর ফিরবে না 'কফি উইথ করণ'     

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 May, 2022, 04:50 pm
Last modified: 04 May, 2022, 04:53 pm
টিভির পর্দার অন্যতম বিতর্কিত ও চর্চিত এই টক শো-এর কামব্যাক নিয়ে চর্চার মাঝেই এমন বিস্ফোরক ঘোষণা দিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। 'কফি উইথ করণ'-এর ষষ্ঠ এবং শেষ সিজন সম্প্রচারিত হয়েছিল ২০১৯ সালে।

বুধবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন ফিল্মমেকার তথা সঞ্চালক করণ জোহর। করণ সঞ্চালিত জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এর নতুন সিজন আর দেখা যাবে না। টিভির পর্দার অন্যতম বিতর্কিত ও চর্চিত এই টক শো-এর কামব্যাক নিয়ে চর্চার মাঝেই এমন বিস্ফোরক ঘোষণা দিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার। 'কফি উইথ করণ'-এর ষষ্ঠ এবং শেষ সিজন সম্প্রচারিত হয়েছিল ২০১৯ সালে।

ইনস্টাগ্রাম পোস্টে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণও জানিয়ে দিয়েছেন এই প্রযোজক। পোস্টে করণ লেখেন, "নমস্কার, কফি উইথ করণ আমার জীবনের একটা অংশ, আপনাদেরও। ছয়টা সিজন ধরে সেটা আমাদের অংশ হয়ে ছিল। আমার মনে হয় আমরা একটা প্রভাব বিস্তার করতে পেরেছি, এমনকি পপ কালচারের ইতিহাসে আমাদের একটা পাকা জায়গা হয়ে গেছে। তবুও ভারাক্রান্ত মনেই জানাচ্ছি, কফি উইথ করণ আর ফিরবে না।" 

এই ঘোষণার জেরে ভীষণ মন খারাপ এই টক শো'র একনিষ্ঠ দর্শকদের। এক ভক্ত লেখে, 'একটা যুগের অবসান'। অপরজন লেখেন, 'করণ তুমি কি কাঁদাতে চাইছো আমাদের?' কেউ কেউ অবশ্য ভাবছেন এই পোস্টের পেছনে কোনো রহস্য রয়েছে। তাঁরা লেখেছেন, 'কিছু টুইস্ট রয়েছে নাকি? নাকি এটা সত্যি?'

এর আগে ২০২০ সালে 'কফি উইথ করণ'-এর কামব্যাকের কথা শোনা গিয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা করণ জোহরের এই শো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। তারপর থেকেই নানা কারণে ঝুলে ছিল এই প্রোজেক্ট। অবশেষে ইতি পড়ল 'কফি উইথ করণ'-এর জার্নিতে।

২০০৪ সালে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল এই শো। শাহরুখ খান, কাজল ছিলেন 'কফি উইথ করণ'-এর প্রথম অতিথি। এরপর সালমান, আমির থেকে অক্ষয়, রণবীর কাপুর থেকে রণবীর সিং...সবাই হাজির হয়েছেন করণের টক শো'তে। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের মতো হিরোইনরাও করণের টক শো'র কাউচের শোভা বাড়িয়েছেন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.