আমার টিপ নিয়ে কোনো কথা নয়: মিথিলা 

বিনোদন

টিবিএস ডেস্ক
04 April, 2022, 03:20 pm
Last modified: 04 April, 2022, 03:27 pm
"আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি কী করব, সেটাও। যিনি বলবেন তাকে আমার রোষের আগুনে পুড়তে হবে।’’

টিপ পরা নিয়ে এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে তারকা, সবাই সামিল হয়েছেন সে প্রতিবাদে।

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও মুখ খুলেছেন এ ঘটনা নিয়ে।  

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে মিথিলা জানান, কপালের টিপ ওই শিক্ষিকার হেনস্তার কারণ! তাই তিনি এবং আরও অসংখ্য নারী কপালে টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদে সামিল।  

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর কথায়, ''শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তার আত্মমর্যাদায় আঘাত করা। যা আমি মেনে নিতে পারছি না।''

তাই কপালে টিপ দেওয়া নিজের ছবি দিয়ে মিথিলার সাবধান বাণী, "আমার টিপ নিয়ে কোন কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়, যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়, পৃথিবীটা তোমার একার নয়!

মিথিলার আফসোস, ''অসহিষ্ণুতা বিশ্বকে ক্রমশ গ্রাস করছে। আজ হিজাব, কাল টিপ, পরশু শাড়ি.... নারীর কিছু না কিছু নিয়ে অকারণ বক্তব্য। এটা একেবারেই কাম্য নয়। আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি কী করব, সেটাও। যিনি বলবেন তাকে আমার রোষের আগুনে পুড়তে হবে।''

প্রতিবাদ জানাতে মিথিলা বেছে নিয়েছেন রাজর্ষি দের ছবি 'মায়া'র একটি স্থিরচিত্র। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সেই ছবিতে তিনি নিজের কপালে লাল টকটকে সিঁদুরে টিপ এঁকেছেন।

মিথিলার কথায়, ''আমার এই ছবি ও মন্তব্যের নীচে বহু পুরুষও তাদের কপালে টিপ এঁকে ছবি দিয়েছেন। সমর্থন জানিয়েছেন আমায়। খুব ভাল লাগছে। প্রতিবাদের হাত ধরে লিঙ্গভেদও যেন মুছে যাচ্ছে!''

তবে নেতিবাচক মন্তব্যও শুনতে হয়েছে তাকে। মিথিলার জবাব, ''সে তো অন্য ধর্মের মানুষকে বিয়ে করার পর থেকেই শুনতে হচ্ছে। এসব আর গায়ে মাখি না। ভাল থাকাটাই সবচেয়ে জরুরি আমার কাছে। কে কী বলল, কী এসে গেল!''

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.