পার্কের সংরক্ষিত অংশে অনুপ্রবেশে শেষ পর্যন্ত জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের জরিমানা

বিনোদন

এনপিআর
15 March, 2024, 05:40 pm
Last modified: 15 March, 2024, 10:32 pm
১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত অভিনয় করা চারটি জেমস বন্ড সিনেমা ছাড়াও পিয়ার্স ব্রসনান ১৯৮০'র দশকের টিভি শো 'রেমিংটন স্টিল', 'মিসেস ডাউটফায়ার' এবং 'দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার'-এর জন্যও দর্শকদের মধ্যে জনপ্রিয়।

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ভ্রমণের সময় পার্কের সংরক্ষিত তাপীয় এলাকায় হাঁটার (অনুপ্রবেশ) দায়ে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। 

এছাড়া, আগামী ১ এপ্রিলের মধ্যে পার্ক সংশ্লিষ্ট অলাভজনক প্রতিষ্ঠান ইয়েলোস্টোন ফরএভারকে ১ হাজার ডলার অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার শুনানির সময় ব্রসনান আদালতে উপস্থিত ছিলেন। 

গত ১ নভেম্বর ঘটে যাওয়া এই ঘটনার ফলে ব্রসনানের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। 

এগুলো হলো: পার্কের সংরক্ষিত তাপীয় এলাকায় হাঁটা (অনুপ্রবেশ) এবং পার্কের ম্যামথ হট স্প্রিংয়ের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ। এর ফলে তার বিরুদ্ধে 'সংরক্ষিত এলাকায় হাঁটা' এবং 'এরিয়া নীতি লঙ্ঘণ'-এর অভিযোগ আনা হয়েছিল।

প্রথম অভিযোগের শুনানির পর আদালত এই রায় রায় দিয়েছেন।

তবে, তার বিরুদ্ধে আনা দ্বিতীয় অভিযোগটি মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক স্টেফানি হ্যামব্রিক খারিজ করে দিয়েছেন।

ব্রসনানের আইনজীবী কার্ল নুচেল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনিনি।

আদালতের নথি থেকে জানা যায়,৭০ বছর বয়সী আইরিশ অভিনেতা ব্রসনান গত ১ নভেম্বর ম্যামথ টেরেস পরিদর্শনের নির্ধারিত এলাকার বাইরের সংরক্ষিত অংশে পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন।

মার্কিন অ্যাটর্নি অফিস থেকে জানানো হয়, ব্রসনান এদিন পার্কে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন, কোনো চলচ্চিত্রের কাজে নয়।

ম্যামথ টেরেস হলো পাহাড়ের ঢালে থাকা খনিজসমৃদ্ধ উষ্ণ প্রস্রবণ। ম্যামথ টেরেসগুলো ইয়েলোস্টোনের একটি জনপ্রিয় বৈশিষ্ট্য, যা ক্রমাগত রং ও সৌন্দর্য পরিবর্তন করে। এগুলো পার্কের শত শত তাপীয় সৌন্দর্যের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।

এ ধরনের স্থানে নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া বিপজ্জনক। প্রতি বছর ইয়েলোস্টোন পরিদর্শনে আসা মানুষ সতর্কতা না মেনে এখানকার স্প্রিংস ও গিজারগুলোতে পুড়ে মারা যান।

ফেডারেল নিয়ম অনুসারে, জাতীয় উদ্যানগুলিতে দর্শনার্থীদের অবশ্যই নির্দিষ্ট ওয়াকওয়ে ধরে থাকতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে ছয় মাস পর্যন্ত জেল এবং ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। 

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত অভিনয় করা চারটি জেমস বন্ড সিনেমা ছাড়াও পিয়ার্স ব্রসনান ১৯৮০'র দশকের টিভি শো 'রেমিংটন স্টিল', 'মিসেস ডাউটফায়ার' এবং 'দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার'-এর জন্যও দর্শকদের মধ্যে জনপ্রিয়।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.