‘৯০ শতাংশ নারীবাদী চলচ্চিত্র নির্মাতাই প্রতারক’: অনুরাগ কাশ্যপ

বিনোদন

দি ইন্ডিয়ান এক্সপ্রেস
08 March, 2024, 05:50 pm
Last modified: 09 March, 2024, 01:47 pm

বিতর্ক যেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের নিত্যসঙ্গী। সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি। এবার তিনি ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন। অনুরাগের মতে, বাণিজ্যিক ঘরানায় দুই ধরনের পরিচালক রয়েছেন—এক, যারা শুধু অর্থোপার্জন করতে চান, আর কিছু নয়; দুই, যারা সুবিধাবাদী। 

কলকাতায় এক অনুষ্ঠানে নারীবাদী ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের রীতিমতো ধুয়ে দিয়েছেন এই পরিচালক। তার মতে, নারীবাদী নির্মাতাদের ৯০ শতাংশই প্রতারক এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের একমাত্র কাজ হচ্ছে একে অপরকে টেনে নিচে নামানো।

ওই অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোকে নারীবাদী চলচ্চিত্রের উত্থান সম্পর্কে প্রশ্ন করা হলে অনুরাগ বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সব প্রত্যেক চলচ্চিত্র নির্মাতারই সব ধরনের চলচ্চিত্র বানানোর অধিকার থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে বেশিরভাগ চলচ্চিত্র নির্মাতাকে চিনি, এমনকি সবচেয়ে সমস্যাযুক্ত মানুষগুলোকেও চিনি। বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাতারা, কেজিএফ আর সালারের মতো চলচ্চিত্রের পেছনের লোকেরা দুই ধরনের। সুবিধাবাদী এবং অত্যন্ত সৎ—দুই ধরনের মানুষই আছে।' 

এরপর তিনি বলেন, 'কিন্তু যে নির্মাতাদের নারীবাদী, সমাজবাদী, বিপ্লবী বলে মনে হচ্ছে…আমি বলছি, তাদের ৯০ শতাংশই প্রতারক। তারা সবাই ভান ধরছেন। এত বছর ধরে এত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের এক করার চেষ্টার পর আমি বুঝতে পেরেছি যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা সবচেয়ে খারাপ। কারণ তারা যা করছেন, তা শুধু একে অপরকে টেনে নিচে নামানো আর পরস্পরকে গালাগাল দেওয়া। তথাকথিত বুদ্ধিমান আর তথাকথিত বোকাদের মধ্যে তফাতটা কী? বোকারা ঐক্যবদ্ধ। "বুদ্ধিমান" লোকেরা শুধু একে অপরকে টেনে নিচে নামাতে ব্যস্ত।'

অনুরাগ বলেন, সব ধরনের চলচ্চিত্র নির্মাতারই সহাবস্থান করা উচিত। আর একজন পরিচালকের জন্য যে জিনিসটি সবচেয়ে জরুরি, সেটি হলো সততা। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.