জেমস বন্ডের পরবর্তী সিনেমা পরিচালনার গুঞ্জনে মুখ খুললেন ক্রিস্টোফার নোলান

বিনোদন

ডেডলাইন ডট কম
23 November, 2023, 12:00 pm
Last modified: 23 November, 2023, 12:02 pm
ক্রেইগের সময়কালে মার্টিন ক্যাম্পবেল, মার্ক ফরস্টার, স্যাম মেন্ডেস এবং ক্যারি জোজি ফুকুনাগার মোট বিখ্যাত সব পরিচালক সিনেমাগুলো পরিচালনা করেছেন। এক্ষেত্রে পরবর্তীতে ঠিক কোন পরিচালক আসন্ন সিনেমাটি পরিচালনা করবেন সেটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 

বিশ্ববিখ্যাত জেমস বন্ড সিরিজের সিনেমার নতুন পরিচালক হিসেবে ক্রিস্টোফার নোলানের নাম গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মুখ খুললেন কিংবন্দন্তি এই পরিচালক। 

এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, "না। দুঃখজনকভাবে এই গুঞ্জনের কোন সত্যতা নেই। তবে আমি খুবই রোমাঞ্চিত যে ধর্মঘট শেষ হয়েছে এবং আমরা সবাই কাজে ফিরে যেতে পারব।"

চলতি বছর নোলানের পরিচালনায় মুক্তি পেয়েছে 'ওপেনহেইমার' সিনেমা। এটিতে পরিচালক হিসেবে তিনি প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। 

অন্যদিকে জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা ঠিক কবে নাগাদ মুক্তি পেতে পারে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। তবে ০০৭ এজেন্টের রোল করা শেষ অভিনেতা ছিলেন ড্যানিয়েল ক্রেইগ। 

গত ১৬ বছরে ব্যবসাসফল মোট পাঁচটি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করার পর বিখ্যাত ব্রিটিশ স্পাই চরিত্রটিকে বিদায় জানিয়েছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। ২০০৬ সালে ২০২১ সাল পর্যন্ত রোলটিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ 'নো টাইম টু ডাই' সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে।   

ক্রেইগের সময়কালে মার্টিন ক্যাম্পবেল, মার্ক ফরস্টার, স্যাম মেন্ডেস এবং ক্যারি জোজি ফুকুনাগা সিনেমাগুলো পরিচালনা করেছেন। পরবর্তীতে ঠিক কোন পরিচালক আসন্ন সিনেমাটি পরিচালনা করবেন সেটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 

একইসাথে মূল চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে সেটিও এখন পর্যন্ত ঠিক করা হয়নি। কেননা ক্রেইগের পর রূপালি পর্দায় কে জেমস বন্ড হবেন তার উপর নির্ভর করে অনেকগুলো বিষয়। প্রথমত, বক্স অফিস সাফল্য এবং দ্বিতীয়ত, অভিনয়ে ক্রেইগের সমকক্ষ কাউকে পাওয়া।

নতুন জেমস বন্ডও ভক্তদের মন জয় করতে পারবেন কি-না সেটিও একটি কঠিন প্রশ্ন। এক্ষেত্রে ইদ্রিস আলবা, হেনরি কেভিল, অ্যারন টেলর জনসন, রবার্ট প্যাটিনসনসহ বেশ কিছু হলিউড তারকার নাম শোনা যাচ্ছে আগামীর বন্ড হিসেবে।

ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের অমর গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। সাহিত্যের পাশাপাশি সিনেমার চরিত্রেও বন্ডের জনপ্রিয়তার কমতি নেই। ১৯৫৩ সালে বই হিসেবে বাজারে এলেও সিনেমা হিসেবে বন্ডের আত্মপ্রকাশ ঘটে ১৯৬২ সালে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.