আবারও ৭.১ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ শাকিরার বিরুদ্ধে

বিনোদন

টিবিএস ডেস্ক
27 September, 2023, 01:40 pm
Last modified: 27 September, 2023, 01:48 pm
স্প্যানিশ নেটওয়ার্ক আরটিভিই বলছে, ৪৬ বছর বয়সী এ গায়িকা নতুন অভিযোগ সম্পর্কে অবগত। কিন্তু সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, বর্তমানে মায়ামিতে স্থায়ীভাবে বসবাসরত শাকিরার লিগ্যাল টিমকে এখনও এ নিয়ে কিছু জানানো হয়নি।

কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন। খবর বিবিসির। 

দেশটির প্রসিকিউটররা অভিযোগ তুলেছেন, ২০১৮ সালে শাকিরা ৬.৭ মিলিয়ন ইউরো (৭.১ মিলিয়ন ডলার) কর ফাঁকি দিয়েছেন।

শাকিরা এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য লক্ষ লক্ষ ডলার অগ্রিম পেমেন্টে ব্যর্থ হওয়ার সময়টায় এ কর ফাঁকি দেওয়া হয় বলে উল্লেখ করে তারা। 

স্প্যানিশ প্রসিকিউটররা এ বছরের জুলাইতে তার বিরুদ্ধে দ্বিতীয় তদন্ত শুরু করে, কিন্তু এ বিষয়ে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করে মঙ্গলবার। 

স্প্যানিশ নেটওয়ার্ক আরটিভিই বলছে, ৪৬ বছর বয়সী এ গায়িকা নতুন অভিযোগ সম্পর্কে অবগত। কিন্তু সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, বর্তমানে মায়ামিতে স্থায়ীভাবে বসবাসরত শাকিরার লিগ্যাল টিমকে এখনও এ নিয়ে কিছু জানানো হয়নি।

তার রয়টার্সকে এক বিবৃতিতে জানায়, "২০১২-১৪ সালে কর ফাঁকি নিয়ে শাকিরার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেটির ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। ২০ নভেম্বর থেকে এ মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা।"

এর আগে, ২০১৮ সালে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়। আইনজীবীদের ভাষ্যমতে, তিনি ২০১২ থেকে ২০১৪, এ দুই বছর স্পেনে বসবাস করেছেন। কিন্তু শাকিরার আইনজীবীদের দাবি, তিনি ২০১৫ সাল পর্যন্ত বাহামাসের করদাতাদের তালিকায় ছিলেন।

চলতি নভেম্বরে শাকিরা বার্সেলোনায় ছয়টি আলাদা কর বিষয়ক অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। যদিও অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১৪.৫ মিলিয়ন ইউরো (১৫.৩ মিলিয়ন ডলার) কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সেপ্টেম্বরে এল ম্যাগাজিনের স্প্যানিশ সংস্করণের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "নিজ পক্ষ সমর্থনের জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, এ নিয়ে আমি আত্মবিশ্বাসী।"
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.