বিয়ের এক বছর পর বিচ্ছেদের পথে ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি

বিনোদন

এল পাইস
17 August, 2023, 04:00 pm
Last modified: 17 August, 2023, 04:04 pm
দিনকয়েক আগে ব্রিটনি ও স্যামের মধ্যে বড় রকমের ঝগড়া হয়, যেখানে আলোচিত এই গায়িকা স্যামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন।

বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ও তার স্বামী স্যাম আসগরি। ইরানি বংশোদ্ভূত ২৯ বছর বয়সী মডেল ও পারসোনাল ট্রেইনার স্যামের সঙ্গে এক বছর সংসার করেছেন ব্রিটনি।

সেলিব্রেটি সংবাদ সাইট টিএমজেডের একটি বিশেষ প্রতিবেদন সূত্রে তাদের বিচ্ছেদের খবর জানা যায় এবং পরবর্তীতে পিপল ম্যাগাজিনও একাধিক সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করে।

টিএমজেড-এর প্রতিবেদনে বলা হয়, 'সরাসরি এ বিষয়ে জ্ঞাত আছেন এমন সূত্র' এই জুটির বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। ৪১ বছর বয়সী ব্রিটনি ও তার স্বামী স্যাম, দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। তবে বিচ্ছেদের ব্যাপারে তারা নিজেরা কিংবা তাদের প্রতিনিধিরাও কোনো মন্তব্য করেননি।

টিএমজেড সূত্রে জানা যায়, দিনকয়েক আগে ব্রিটনি ও স্যামের মধ্যে বড় রকমের ঝগড়া হয়, যেখানে আলোচিত এই গায়িকা স্যামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন।

টিএমজেডের প্রতিবেদনে আরও বলা হয়, সূত্র জানিয়েছে যে স্যাম এরই মধ্যে তাদের বারি থেকে বেরিয়ে গেছেন এবং বর্তমানে একা বসবাস করছেন। একটি সূত্রের ভাষ্যে, "স্যামের বিচ্ছেদের আবেদন করা এখন সময়ের ব্যাপার।"

এইসব সূত্র দাবি করেছে, গত কয়েক মাস ধরেই স্যাম ও ব্রিটনির মধ্যে মনোমালিন্য চলছিল এবং তারা প্রতিনিয়ত ঝগড়া করতেন। তারা আরও বলে, স্যাম জনসমক্ষে ব্রিটনির খামখেয়ালি আচরণকে সমর্থন করলেও, ব্যক্তিগত জীবনে তিনি এ নিয়ে বিরক্ত হয়ে পড়েছিলেন।

এদিকে পিপল ম্যগাজিন সূত্র বলছে, ব্রিটনির ঘনিষ্ঠ বন্ধুবান্ধব গত ফেব্রুয়ারি থেকেই এই তারকার শারীরিক-মানসিক অবস্থা নিয়ে 'উদ্বিগ্ন'। গত জুনের পর থেকে স্যাম ও ব্রিটনির একসঙ্গে কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। এমনকি জুনে নিজেদের বিবাহবার্ষিকী নিয়েও তারা কিছুই লেখেননি।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.