ইংরেজিতে দক্ষ নই, কিন্তু বিদেশিদের সাথে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতে পারি: নওয়াজউদ্দিন    

বিনোদন

টিবিএস ডেস্ক
25 May, 2023, 11:45 am
Last modified: 25 May, 2023, 12:04 pm
নওয়াজউদ্দিন স্বীকার করেন যে তার এখনো ইংরেজিতে কথা বলতে সমস্যা হয়, কিন্তু শুধুমাত্র ভারতেই এটা নিয়ে মানুষ সমালোচনা করে।

ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছেন, তিনি ইংরেজিতে কথা বলায় খুব একটা দক্ষ নন এবং শুধুমাত্র ভারতেই এটা নিয়ে মানুষ সমালোচনা করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সম্প্রতি শেহনাজ গিলের টক শো 'দেশি ভাইবস'-এ এসে অতীতে নিজের ইংরেজি ভাষায় দক্ষতার অভাব নিয়ে কথা বলেছেন নওয়াজউদ্দিন।

শেহনাজ গিল যখন  নওয়াজকে জিজ্ঞাসা করেন যে তার এখনো ইংরেজিতে কথা বলতে সমস্যা হয় কিনা, তখন অভিনেতা বলেন- "হ্যাঁ, হয়। কিন্তু যখন আমি দেশের বাইরে যাই, বিদেশি নারীদের সঙ্গে ৩-৪ ঘণ্টা ইংরেজিতে আলাপ করতে পারি, তারা এটা বিচার করতে যায় না যে কে কতটা শুদ্ধভাবে কথা বলছে।" সম্প্রতি একটি ইংরেজি ভাষার সিনেমার শ্যুটিং শেষ করেছেন নওয়াজ।

'বজরঙ্গি ভাইজান' খ্যাত এই অভিনেতা জানান্, অতীতেও অন্যদের মতো ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারলেও, অন্য অনেকের চাইতে বিদেশি ভাষার চলচ্চিত্রগুলো তিনি ভালো বুঝতেন।  আইএমডিবির 'দ্য ইনসাইডার ওয়াচলিস্ট'কে নওয়াজউদ্দিন বলেছিলেন, "তারা কি বলছে তা সবসময় হয়তো বুঝতাম না, কিন্তু আমি মনে করি ইংরেজি ভালোভাবে বোঝা ও কথা বলতে পারা অনেকের চাইতেই আমি এসব সিনেমা ভালো বুঝি।"

গত বছর টাইমস নাও নবভারত ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভ-এ নওয়াজউদ্দিন ইংরেজিভাষী তারকাদের হিন্দি ভাষার সিনেমা করার বিষয়টি নিয়ে উপহাস করে বলছিলেন, "তারা গ্যাংস্টার শো বানাচ্ছে, কিন্তু ইংরেজিভাষী অভিনেতাদের নিচ্ছে সেখানে। এমনকি হিন্দি ফিল্ম বানাতে গিয়ে পরিচালক এবং সহকারীরাও ইংরেজি ভাষায় কথা বলছেন। এটা পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে।"

নওয়াজউদ্দিনের আগামী ছবির 'টিকু ওয়েডস শেরু'র প্রযোজক কঙ্গনা রানাওয়াতও জানিয়েছেন, প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে এসে অনর্গল ইংরেজি বলতে না পারায় তার নিজেকে কেমন একঘরে মনে হয়েছিল। কয়েক বছর আগে কঙ্গনা বলেছিলেন, "আমি জন্মসূত্রে যা পেয়েছি তা নিয়ে আমি কোনোরকম লজ্জা বোধ করি না। ছোট শহর থেকে এসেছি, ইংরেজি পারি না, ভালো সাজসজ্জা করতে পারি না ইত্যাদি বলে অনেকেই আমাকে নিচে নামানোর চেষ্টা করেছে।"  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.