সম্পত্তি নিয়ে জটিলতা, শাহরুখের স্ত্রী গৌরী খানের নামে মামলা! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
02 March, 2023, 02:40 pm
Last modified: 02 March, 2023, 02:46 pm
অভিযোগকারীর দাবি, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই সংস্থা তার কাছ থেকে ৮৬ লাখ রূপি নিয়েছে; কিন্তু এখনও তাকে ফ্ল্যাট দিতে পারেনি।

আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে প্রযোজক-ইন্টেরয়র ডিজাইনার গৌরী খানের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। খবর, মুম্বাইয়ের জসবন্ত শাহ নামক এক ব্যক্তি এই মামলা রুজু করেছেন।

বুধবার লক্ষ্ণৌয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খানসহ মোট তিনজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এই এফআইআর। শাহরুখ পত্নী ছাড়াও নাম রয়েছে তুলসিয়ানি গ্রুপ'-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল তুলসিয়ানি ও ডিরেক্টর মহেশ তুলসিয়ানির।

অভিযোগকারীর দাবি, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই সংস্থা তার কাছ থেকে ৮৬ লাখ রূপি নিয়েছে; কিন্তু এখনও তাকে ফ্ল্যাট দিতে পারেনি। সুশান্ত গলফ সিটি এলাকায় তুলসিয়ানি গলফ ভিউতে অবস্থিত এই ফ্ল্যাটটি। শুধু তাই নয়, যে ফ্ল্যাটের বুকিং তিনি করেছেন তা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তার।

পুলিশকে জসবন্ত শাহ বলেন, '২০১৬ সালে ফ্ল্যাটের চাবি আমাকে দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল। এরপর এতগুলো  বছর পেরিয়ে গেলেও আমি ফ্ল্যাটের চাবি হাতে পাইনি। পরে জানতে পারি, আমার যে ফ্ল্যাটটি কেনার কথা সেই চুক্তিপত্র অন্য আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।'

এই ব্যক্তি আরও জানান, বিজ্ঞাপনে শাহরুখ খানের বউকে দেখে প্রভাবিত হয়েই তিনি এই ফ্ল্যাটটি বুক করেছিলেন। তাই নিজের করা এফআইআরে নাম রেখেছেন গৌরী খানের নাম রেখেছেন তিনি।

বড় বড় তারকাদের বাড়ির অন্দরসজ্জা করে থাকেন গৌরী খান।শাহরুখের সঙ্গে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও।

এর বাইরেও একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন গৌরী খান। সেই সঙ্গে রেড চিলিজ এন্টারটেনমেন্টের সহ-প্রযোজকও তিনিই। শাহরুখের খানের পরবর্তী সিনেমা 'জওয়ান' আসছে এই প্রযোজনা সংস্থা থেকেই। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.