১০০-র বেশি দেশে সাবস্ক্রিপশন ফি কমাচ্ছে নেটফ্লিক্স, কমবে বাংলাদেশেও

বিনোদন

টিবিএস ডেস্ক
26 February, 2023, 05:00 pm
Last modified: 26 February, 2023, 08:17 pm
যেসব দেশে নেটফ্লিক্সের দর্শক কম সেগুলোতে নিজেদের প্রসার বাড়াতেই এহেন পদক্ষেপ নিয়েছে স্ট্রিমিংসেবার প্রতিষ্ঠানটি। কিছু কিছু দেশে মাসিক চার্জ অর্ধেকে কমিয়ে আনছে এটি।

১০০টিরও বেশি দেশে নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশনের চার্জ কমাচ্ছে। বেশিরভাগ স্বল্পআয়ের দেশগুলোতে সাবস্ক্রিপশন ফি কমানো হচ্ছে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।

বিশেষত যেসব দেশে নেটফ্লিক্সের দর্শক কম সেগুলোতে নিজেদের প্রসার বাড়াতেই এহেন পদক্ষেপ নিয়েছে স্ট্রিমিংসেবার প্রতিষ্ঠানটি। কিছু কিছু দেশে মাসিক চার্জ অর্ধেকে কমিয়ে আনছে এটি।

এই সাবস্ক্রিপশন চার্জ হ্রাসের ফলে বিশ্বের প্রায় এক কোটিরও বেশি নেটফ্লিক্স গ্রাহক উপকৃত হবেন। স্বাধীন গবেষণা সংস্থা অ্যাম্পিয়ার অ্যানালাইসিস এমনটাই জানিয়েছে। এশিয়া, আমেরিকা, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই দাম কমানোর নীতি নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাজারে দাম কমিয়েছে নেটফ্লিক্স। এই অঞ্চলে তাদের বাজার দখল অনেকটাই কম। নেটফ্লিক্সের শো'র চাহিদা থাকলেও চড়া সাবস্ক্রিপশন চার্জের কারণে দর্শকসংখ্যা কম। বরং অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টারের দিকেই ঝুঁকেন ওটিটি দর্শকরা।

তবে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে দাম কমাচ্ছে না নেটফ্লিক্স। এ দুই অঞ্চলে নেটফ্লিক্সের বাজার সবচেয়ে বেশি ভালো।

নেটফ্লিক্সের অবশ্য তুরুপের তাস হতে চলেছে কম দামের, বিজ্ঞাপনসহ প্ল্যান। অনেকটা ইউটিউবের মতোই ভিডিয়োর শুরু বা মাঝে বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। এর ফলে সাবস্ক্রিপশনের টাকা কিছুটা কমিয়ে সেখান থেকেই আয় করে নেবে তারা। এদিকে একটু বিজ্ঞাপন দেখতে হলেও দর্শকদের খরচ কিছুটা কমবে।

বেসিক সাবস্ক্রিপশন প্ল্যানের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ কমানো হয়েছে। অন্যান্য প্ল্যানেও ১৭ শতাংশ থেকে ২৫ শতাংশ কাটছাঁট করা হয়েছে।

অ্যাম্পিয়ার অ্যানালাইসিসের তথ্যমতে নেটফ্লিক্সের দাম কমানোর এ তালিকায় থাকা কয়েকটি দেশ হলো আফগানিস্তান, ভুটান, মিশর, ইরাক, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, উগান্ডা, ইয়েমেন ইত্যাদি।


সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, ভ্যারাইটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.