জনি ডেপের আইনজীবী নতুন প্রেমিকা!
মানহানি মামলার রেশ না কাটতেই নতুন প্রেমে মজেছেন হলিউড অভিনেতা জনি ডেপ! কিন্তু কার সঙ্গে প্রেম করছেন 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো', তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল তারকার ভক্তকুলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে হলিউড তারকার প্রেমিকার নাম। লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন জনি ডেপ, খবর পিপল ম্যাগাজিনের।
কে এই জোয়েল? জোয়েল হলেন সেসব আইনজীবীদের মধ্যে একজন, যিনি ২০১৮ সালে সংবাদপত্র 'দ্য সান' এর বিরুদ্ধে ডেপের রুজু করা মানহানির মামলা লড়েছিলেন। ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের দাবির ভিত্তিতে একটি প্রতিবেদন লেখা হয়েছিল ওই সংবাদমাধ্যমে। তাপরই ওই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করেন ডেপ।
ডেপ-হার্ড মামলায় সরাসরি জনির হয়ে প্রশ্ন না করলেও শুনানির সময় উপস্থিত ছিলেন জোয়েল। মামলা চলাকালীন আদালতে দিনের পর দিন উপস্থিত থেকে ডেপকে সমর্থন জুগিয়েছিলেন তিনি। সূত্রের খবর, ডেপ এবং জোয়েল প্রকৃতপক্ষেই একে অপরের প্রেমে পড়েছেন। এখানে-ওখানে একসঙ্গে দেখাও যাচ্ছে তাদের।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রেমের শুরুতে গোপনীয়তা বজায় রেখেছেন এই যুগল। প্রাথমিক পর্যায়ে দেখা করতেন বিভিন্ন হোটেলে। পরে বেশ কয়েকবার প্রকাশ্যেও ঘুরতে গিয়েছে এই দুজনকে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৮ সালে জনির মামলা লড়তে গিয়েই এই যুগলের একে অপরের সঙ্গে দেখা হয়েছিল। পেজ সিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোয়েল বিবাহিত। তবে অনেকদিন ধরেই স্বামী জোনাথন রিচের থেকে আলাদা থাকছেন তিনি। যদিও জোনাথনের সঙ্গে জোয়েলের বিবাহবিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি।
সূত্রের খবর, জোয়েল এবং জোনাথনের বিয়ে হয়েছিল ২০১১ সালে। এ দম্পতির দুই সন্তানও রয়েছে। ধীরে ধীরে সম্পর্কে তিক্ততা আসার পর জোনাথনের থেকে আলাদা থাকতে শুরু করেন জোয়েল।
ডেপ ছাড়াও, এর আগে ব্রিটেনের কনিষ্ঠ যুবরাজ, 'ডিউক অফ সাসেক্স' হ্যারির স্ত্রী মেগান মার্কেলের হয়েও জোয়েল মামলা লড়েছিলেন। বাবা টমাস মার্কেলকে লেখা ব্যক্তিগত চিঠি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হওয়ায় ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানি্র মামলা করেন মেগান। এই আইনি লড়াইয়ে গত বছরের ডিসেম্বর মাসে মেগানকে জয় এনে দেন জোয়েল।
সমাজমাধ্যমেও যথেষ্ট সক্রিয় এই আইনজীবী, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে জোয়েলের। ২০২০ সালে তিনি ইনস্টাগ্রামে যোগ দেন। এছাড়া, টিকটকেও অ্যাকাউন্ট রয়েছে জোয়েলের।
প্রসঙ্গত, 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা জনি ডেপ এর আগে বিয়ে করেছেন। ১৯৮৩ সালে লোরি অ্যালিসনকে বিয়ে করেন তিনি। লোরি-জনির বিবাহবিচ্ছেদ ঘটে বিয়ের দুই বছর পর ১৯৮৫ সালে।
লোরির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জনির সঙ্গে বহু হলিউড অভিনেত্রীর নাম জড়িয়েছিল। এর মধ্যেই গায়িকা এবং অভিনেত্রী ভেনিসা প্যারাদিসের প্রেমে পড়েন জনি। ১৯৯৮ থেকে ২০১২ পর্যন্ত একসঙ্গেই ছিলেন এই জুটি। তাদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে।
২০১২ সালে ভেনেসার সঙ্গে সম্পর্কে ইতি টানেন জনি। ২০১৫ সালে জনি বিয়ে করেন প্রেমিকা অ্যাম্বার হার্ডকে। ২০১৭ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে। তবে এই সম্পর্ক গড়িয়েছিল আদালত অবধি। বিবাহবিচ্ছেদের পর ডেপের বিরুদ্ধে গৃহ-সহিংসতার অভিযোগ এনেছিলেন অ্যাম্বার। এরপরই অ্যাম্বারের বিরুদ্ধে মানহানি মামলা করেন জনি। এই মামলায় জয় হয় ডেপেরই।
এর আগে গুজব রটেছিল, আদালতে তার হয়ে লড়াই করা প্রধান আইনজীবী কামিলে ভাসকেজের প্রেমে পড়েছেন ডেপ। কিন্তু কামিলে এই বিষয়টিকে গুজব বলেই জানান। জনির সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেন তিনি। তিনি জানান, ডেপ এবং তার মধ্যে পেশাদার সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।
সূত্র: পিপল