রাত জেগে আর ‘বিঞ্জ ওয়াচ’ করা যাবে না নেটফ্লিক্সে? 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 September, 2022, 05:00 pm
Last modified: 11 September, 2022, 10:17 pm
বিনোদনে জগতে ‘বিঞ্জ ওয়াচিং' মডেলের শুরুটা হয়েছিল নেটফ্লিক্সের হাত ধরেই। যেখানে গোটা সিজন একসঙ্গে আপলোড করে দেওয়া হয় এবং দর্শকদের কাছে সুযোগ থাকে পরপর দেখে পুরোটা একবারে শেষ করে দেওয়ার।

বিনোদনে জগতে 'বিঞ্জ ওয়াচিং মডেল'র শুরুটা হয়েছিল নেটফ্লিক্সের হাত ধরেই। যেখানে গোটা সিজন একসঙ্গে আপলোড করে দেওয়া হয় এবং দর্শকদের কাছে সুযোগ থাকে পরপর দেখে পুরোটা একবারে শেষ করে দেওয়ার।

তবে রিপোর্ট বলছে খুব জলদি নিজেদের এই মডেলে বদল আনতে চলেছে নেটফ্লিক্স। এবার থেকে সপ্তাহে একটা করে এপিসোড আপলোড করা হতে পারে। আরও অনেক ওটিটিও এই পথে হাঁটতে পারে বলে খবর মিলছে।

নেটফ্লিক্স এই বিঞ্জ ওয়াচ মডেল মার্কেটে আনার আগে সপ্তাহে একটা করে এপিসোড দেওয়ারই চল ছিল। যেমনটা টিভি সিরিজের ক্ষেত্রে করা হয়। কিন্তু এখন খবর নেটফ্লিক্স নিজেদের পলিসি বদলে নেবে। তাদের নতুন আসতে চলা সিরিজ দ্য উইচার আর স্কুইড গেমের ক্ষেত্রেই এমনটা হতে পারে।

রিপোর্ট বলছে, নেটফ্লিক্স অভ্যন্তরীণ সমীক্ষা করেও দেখেছে যে এই বদল আনলে সেভাবে তাদের ব্যবসায় প্রভাব পড়বে না। নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংস নিজে আগে এই বদলের পক্ষে ছিলেন না। বর্তমানে তিনিও মত দিয়েছেন।

আর সবচেয়ে বড় কথা নেটফ্লিক্সের সবচেয়ে বড় প্রতিযোগী যেসকল ওটিটি ফ্ল্যাটফর্ম তারাও এই উইকলি মডেলে হেঁটেছেন নিজেদের বড় বড় শো'র ক্ষেত্রে। যেমন ডিজনি করেছে মার্বেল শো-র জন্য, প্রাইম করেছে রিংস অফ পাওয়ারস, হুইল অফ টাইমের ক্ষেত্রে, আর এইচবিও হাউজ অফ ড্রাগনের ক্ষেত্রে। 

যদিও ২২০ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেটফ্লিক্স। তবে সেই সংখ্যা দিনে দিনে কমছে। বছরের শুরুতেই ৩ মাসে প্রায় ১ মিলিয়ন সাবস্ক্রাইবার কমেছে। আর তাই নিজেদের বিজনেস মডেল বদলাতে চাইছে ওটিটি প্ল্যাটফর্মটি ।    
  
 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.